অভিনেত্রীকে ‘মা’ ডেকেছিলেন, মাইন্ড করায় যা করলেন রোশান
বিনোদন ডেস্ক: ফিল্মি দুনিয়াটাই যেন এক আজব। যেখানে ছড়িয়ে রয়েছে রঙ, এই রঙের মধ্যে সবকিছুই বর্ণিল লাগে। যার ফলে বাইরের দুনিয়ার হিসেব আর ফিল্মি দুনিয়ার হিসেব এক করলে হবে না।
এই যেমন বাংলাদেশি অভিনেতা জিয়াউল রোশান সম্প্রতি মায়ের বয়সী এক অভিনেত্রীকে মা সম্বোধন করে ডেকেছিলেন। আর তাতেই ওই অভিনেত্রীর মুখ অন্ধকার হয়ে যায়। কেননা তিনি নিজেকে মা ভাবতেই পারছেন না।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে রোশান লিখেছেন, সবাই মা হতে চান না। ধারণা আমার পালটে গেছে। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন।
রোশান বলেন, আমি বরাবরই সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের অনেক সম্মান করি। হই স্যার-ম্যাডাম অথবা মা বাবা বলে সম্বোধন করি। সিনিয়রদের অধিকাংশরাই যেহেতু আমাদের বাবা মায়ের ক্যারেক্টরও প্লে করেন ,তাই আমরা তাদের মা বাবা বলে ডাকলে খুব খুশি হন যেটা আমারও ভালোলাগে।
কিন্তু এবার একটি বিরল সমস্যায় পরে গিয়েছিলাম।
ওই সময়কে তুলে ধরে রোশান বলছেন, মায়ের বয়সী এক অভিনেত্রীকে ভালবেসে মা বলে ডেকেছিলাম। ‘কেমন আছেন মা’ কারণ আমার মা থেকে তিনি বয়সে ছোট হবেন না। তৎক্ষনাৎ আমি বুঝতে পারলাম এই মা শব্দটি তার চেহারাকে কালো মেঘ বানিয়ে দিয়েছে। মা শব্দটি যে মোটেও পছন্দ হইনি তা উনার এক্সপ্রেশনে বুঝতে আমার একটুও কষ্ট হয়নি। আমি তাকে আপু বলে দ্রুত জায়গা ত্যাগ করেছিলাম। অবশ্যই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।