অভিনেত্রীদের মা হওয়ার সিদ্ধান্ত নিতে কলিজা লাগে : ফারিয়া শাহরিন

ফারিয়া শাহরিন

বিনোদন ডেস্ক : মা হচ্ছেন ঢাকাই ছবির নায়িকা পরীমণি। সোমবার তার মা হওয়ার সাংবাদিকদের নিজেই জানিয়েছেন। তার অনাগত এই সন্তানের বাবা শরিফুল রাজ। সোমবার গুলশানের একটি হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করিয়ে বেরিয়েই একসঙ্গে একটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে পরীমনিকে ধন্যবাদ জানিয়ে নিজেকে অ’ভিনন্দিত করেছেন রাজ। সেই ছবির কমেন্টবক্সে অনেকেই জানিয়েছেন অ’ভিনন্দন।

ফারিয়া শাহরিন

এদিকে পরীমণির মা হওয়ার সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন নাট’কের অ’ভিনেত্রী ফারিয়া শাহরিন। যিনি লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে ২০০৭ সালে শোবিজে পা রাখেন। তারপর পড়াশোনার জন্য ছিলেন দেশের বাইরে। ফিরেছেন ২০১৯ সালে। স্বল্প বিরতি নিয়ে ব্যস্ত হয়েছেন অ’ভিনয়ে। আ’লোচিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাট’কে অ’ভিনয় করে দর্শকদের কাছে ‘অন্তরা’ নামে পরিচিতি পেয়েছেন এই ফারিয়া।

পরীমণির মা হওয়ার বিষয় সাধুবাদ জানিয়ে ফারিয়া শাহরীন ফেসবুকে লেখেন, আমি খালা হচ্ছি, আর সব সাংবাদিকরা মামা হচ্ছেন ব্যাপারটা খুবই আনন্দের। পরীমণি ও রাজের জন্য অনেক অনেক শুভ কামনা। এতো সাহসী পদক্ষেপের জন্য কলিজা লাগে ভাই।

পরীমণিকে বড় নায়িকা উল্লেখ করে ফারিয়া লিখেন, এতো বড় নায়িকা হয়েও ক্যারিয়ারের এই পর্যায়ে মা হওয়ার সিদ্ধান্ত নিতে সবাই পারে না। পরীমণি দেখেই পারলো। ভালো থাকুক এই লাভ বার্ড। ভালো’ভাসে দুনিয়ায় আসুক তাদের অনাগত সন্তান। অনেক অনেক শুভ কামনা রইলো।’

কাছের মানুষকে হারিয়ে শোকার্ত রচনা

এদিকে সন্তানের খবর জানিয়ে পরীমণি সমকালকে বলেন, ‘আমাদের বিয়ের চার মাস হতে চলেছে। সপ্তাহ তিনেক আগে আম’রা জানতে পারি যে আমি মা হতে যাচ্ছি। প্রথম মাস চলছে। মা হওয়ার খবর শোনার পর যেদিন হাসপাতাল থেকে বের হয়েছি, মনে হচ্ছিল, আমি যেন উড়ছিলাম। ভাবছিলাম, আল্লাহ রে, দুনিয়াদারি কেমন যেন হয়ে গেল। মনে হয়েছে, বিশাল পাখা হয়ে গেছে আমা’র। আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল উইমেন। অনেক শক্তি আমা’র।’ পরীমনি জানান, চিকিৎসক তাকে একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। আপাতত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।