স্পোর্টস ডেস্ক : চেন্নাই সুপার কিংস দলের তারকা ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড় আবারও সেই পুরনো ফর্মে ফিরে এসেছেন। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫০ বলে ৭৯ রান করেছেন তিনি। হাঁকিয়েছেন তিনটে বাউন্ডারি এবং সাতটি বিশাল বিশাল ছক্কা। এই ম্যাচের নির্ধারিত ২০ ওভারে চেন্নাই সুপার কিংস ৩ উইকেট হারিয়ে ২২৩ রান করে। আর এই বিশাল রানের পিছনে ঋতুরাজের যে একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তা অস্বীকার করার জায়গা নেই। চেন্নাই সুপার কিংসের পাশাপাশি জাতীয় ক্রিকেট দলেও ঋতুরাজ ইতিমধ্যেই ডেবিউ করে ফেলেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শোনা যাচ্ছে যে ঋতুরাজ নাকি লুকিয়ে লুকিয়ে প্রেমও করছেন। সূত্রের খবর, অভিনেত্রী সায়ালি সঞ্জীবের সঙ্গে আপাতত তিনি চুটিয়ে প্রেম করছেন।
ঋতুরাজ গায়কোয়াড়ের চর্চিত গার্লফ্রেন্ড সায়ালি সঞ্জীব টেলিভিশন দুনিয়ার একজন জনপ্রিয় অভিনেত্রী। ‘পারফেক্ট পতি’ এবং ‘গুলমোহর’-এর মতো টিভি সিরিয়ালে অভিনয়ের জন্য তিনি যথেষ্ট প্রশংসা অর্জন করেছেন। এমনকী, তাঁকে ‘শুভমঙ্গল অনলাইন’ নামের একটি সিরিজেও দেখতে পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, জনপ্রিয় মরাঠি সিরিয়াল ‘কহে দিয়া পরদেশ’-এর হাত ধরে টেলি দুনিয়ায় পা রেখেছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি চুটিয়ে মডেলিংও করেন। কুইকার, বিড়লা আইকেয়ার এবং ডু ইট ব্র্যান্ডসের হয়ে ইতিমধ্যেই মডেলিং করেছেন।
২০১৬ সালে জি মরাঠির সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল। মহারাষ্ট্রের ধুলে জেলায় সায়ালি সঞ্জীবের জন্ম। সেখান থেকেই তিনি স্কুলের পড়াশোনা করেন। পাশাপাশি নাসিক ডিগ্রি কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। উল্লেখ্য, নাসিক জেলার তহশিলদার সঞ্জীব চন্দসরকারের মেয়ে সায়ালি। চেন্নাই সুপার কিংসের ওপেনার ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ইতিমধ্যেই তাঁর ডেটিংয়ের গুঞ্জন উঠতে শুরু করেছে।
২০২১ সালে ঋতুরাজ গায়কোয়াড়ের একটি ইনস্টাগ্রাম পোস্টে সায়ালির একটি কমেন্ট বেশ ভাইরাল হয়েছিল। তিনি ওই পোস্টে ‘বাহ.. বাহ…’ লেখার পাশাপাশি বেশ কয়েকটা হার্ট ইমোজি পোস্ট করেছিলেন। সেই কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে ঋতুরাজ গায়কোয়াড়ও একটি হার্ট ইমোজি পোস্ট করেছিলে। পরবর্তীকালে সায়ালি আবারও একটা হার্ট এবং ভালোবাসায় ভরা চোখের ছবি পোস্ট করেন। তারপর থেকেই মনে করা হচ্ছে যে দুজনে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।