মডেল ও অভিনেত্রী নওশীন। ক্যারিয়ারে বেশ লম্বা সময় পাড়ি দিয়েছেন এই অভিনেত্রী। দীর্ঘদিনের ক্যারিয়ারে আলোচনা-সমালোচনা দুই ছিলো তাকে নিয়ে। কিছুদিন আগে ওমরাহ হজ করে এসেছেন তিনি। এ খবর সবারই জানা। ওমরাহ করে অভিনয় থেকে বিদায় নিয়েছেন নওশীন এমন সংবাদ কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যমে দেখা গিয়েছে।
সম্প্রতি বিষয়টি নিয়ে নওশীনের সঙ্গে আলাপ হলে তিনি বলেন, ওমরাহ হজ করার আগে থেকেই আমি অভিনয়ে অনিয়মিত। ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। যার কারণে কাজ করিনি। আমি কেন অভিনয় ছাড়ব! আমার প্রযোজনায় প্রতিষ্ঠান থেকে নতুন কাজের পরিকল্পনা চলছে। খুব শিগগিরই কাজ শুরু করব। আমি অভিনয় ছাড়িনি, সাময়িক সময়ের জন্য বিরতি নিয়েছি। বিরতিতে থাকলেও আমার ভক্তরা নিয়মিত উপস্থাপনায় পাবেন। বর্তমানে দেশের বাইরে আছি ইউটিউবের কন্টেনের জন্য।
নওশীন আরো বলেন, ইন্ডাস্ট্রিতে এখন যে অবস্থা তাতে কাজের আর জায়গা নেই।
প্রসঙ্গত, নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘ঘরে বাইরে’ নামের একটি ধারাবাহিক নাটকে নওশীন সর্বশেষ অভিনয় করেন। নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।