বিনোদন ডেস্ক : বাংলা টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ছোট পর্দার পাশাপাশি অভিনয় করেছিলেন বেশ কয়েকটি সিনেমায়। দীর্ঘ সময় পর অভিনয়ে কামব্যাক করলেন। আর তার এই ফিরে আসা সাড়া ফেলে দিয়েছে রীতিমতো।
ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘৭ নাম্বার ফ্লোর’ ওয়েব ফিল্মে অনবদ্য অভিনয় করেছেন জয়। এই ওয়েব ফিল্ম দিয়ে এতো প্রশংসা আশা করেছিলেন? এই অভিনেতা বলেন, যখন প্রথম প্রথম নাটকে অভিনয় করতাম তখন একটা নাটক প্রচার হলে ফোন, ম্যাসেজ পেতাম প্রচুর। অনেক বছর অভিনয়ের জন্য ফোন বা ম্যাসেজ পাইনি। ওটিটিতে কাজ করে বলতে গেলে অভিনয় দুনিয়ায় আমার পুনর্জন্ম হয়েছে। সেই পুরোনো দিনের মতো মানুষের ভালোবাসা পাচ্ছি। সত্যি বলতে আমি আশাই করিনি এতোটা প্রশংসা পাবো। এমন সাড়ায় আমি মুগ্ধ এক কথায়
আপনার এই সফলতার কৃতিত্ব কাকে দিতে চান? শাহরিয়ার নাজিম জয় বলেন, অবশ্যই পরিচালক রায়হান রাফির একমাত্র কৃতিত্ব। ও আমাকে যেভাবে হাইলাইট করেছে অনেক পরিচালকই এটা করতো না৷
আমার প্রতি আলাদা দৃষ্টি তৈরি করেছে রাফি। শুধু আমার এন্ট্রি সিকুয়েন্সের জন্য ও পাঁচ লাখ টাকা খরচ করেছে। ও যেটা করেছে এটা আমি কখনও ভুলবো না। আমি ওর প্রতি কৃতজ্ঞ। আপনার উপস্থাপনা নিয়ে আলোচনা-সমালোচনা দুটোই আছে। কিন্তু অভিনয় নিয়ে শুধুই আছে আলোচনা আর প্রশংসা। আপনাকে নিয়মিত অভিনয়ে পাওয়া যাবে আগামীতে? জয় বলেন, অভিনয়ে পেতে চাওয়াটা তো আমার উপর নির্ভর করে না। পরিচালকদের উপর নির্ভর করে। পরিচালকেরা তাদের দায়িত্ব পালন করবেন আমাকে ভালো ভালো চরিত্র দিয়ে এবং তাদের কাজে সম্পৃক্ত করে। আমি তো আগেও অভিনেতা ছিলাম। তাহলে আমাকে অভিনয় ছাড়তে হয়েছিল কেন? শুধুই কি আমার দোষ ছিল? না। শুধু আমার দোষের জন্য না। মিডিয়া, প্রডিউসারদের পলিটিক্স এবং পরিচালকদের অনাগ্রহ- এসব কারণেই আমাকে অভিনয় থেকে দূরে সরে যেতে হয়। তবে দ্বিতীয় ইনিংসে এসে সব পলিটিক্সের উর্ধ্বে গিয়ে কাজ করতে চাই। ভালো কাজ করতে চাই। নির্মাতাদের উদ্দেশ্যে বলবো, ভালো কাজ হলে আমাকে ডাকবেন৷ আমার কথা চিন্তা করবেন। আলাপন- মাজহারুল তামিম
ছাত্রজীবনে ৭ লাখ টাকা আর ১৫ জন কর্মী নিয়ে শুরু, এখন প্রতিষ্ঠানে ২০০ কর্মী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।