স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকা থেকে বিদায়ের পর বোমা ফাটিয়েছেন মেসি। একসাথে ব্রাজিল, রেফারি এবং কনেমবলকে দোষারোপ করা শুরু করেছিলেন তিনি।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেছিলেন, আমরা ভালো খেলেছিলাম। কিন্তু আমাদের জিততে দেয়া হয়নি। ম্যাচে আমাদের দুটি পেনাল্টি দেয়া হয়নি। রেফারির আচরণ নিরপেক্ষ মনে হয়নি আমার কাছে।
এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর আরও বড় বোমা ফাটিয়েছিলেন তিনি। বলেছেন, ব্রাজিলকে শিরোপা জেতানোর জন্যই এত কিছু। এটা ব্রাজিলের জন্য নির্ধারণ হয়েই আছে। টুর্নামেন্টে দুর্ণীতি করা হয়েছে।
মেসির এমন বক্তব্যের পর চারদিকে শুরু হয় সমালোচনা। সবাই মেসির সমালোচনা করে। এবার সেখানে যুক্ত হল স্বয়ং আর্জেন্টিনার সহ সভাপতি।
এএফএ তৃতীয় সহ সভাপতি গুইলেরমো রেড বলেন, “মেসির বক্তব্য সঠিক নয়। যদি অভিযোগের পক্ষে মেসির কাছে কোন প্রমান না থাকে তাহলে মেসিকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।