বিনোদন ডেস্ক : ছোটবেলা থেকেই মেয়েকে প্রায় একা হাতে মানুষ করছেন ঐশ্বর্যা রাই বচ্চন। বর্তমানে মেয়ে আরাধ্যা বচ্চনের বয়স ১৩। এখনও যে কোনও অনুষ্ঠানে আরাধ্যাকে সব সময় দেখা গিয়েছে মায়ের হাতে ধরে রয়েছে সে। বাবা অভিষেকের সঙ্গে খুব কম দেখা যায় তাকে।
সন্তানের জীবনে মায়ের অবদান যে অনেকটা, তা নির্বিবাদে মানেন অভিষেক। মায়ের জায়গা নেওয়া অসম্ভব তা নিয়ে নিশ্চিত তিনি। তবে বাবারা অনেক কিছু নীরবে সহ্য করে যায় বলে মনে করেন অভিষেক। তাঁর মতে, কখনও কখনও বাবাদের প্রাপ্ত বাহবাটুকুও দেওয়া হয় না।
অভিষেকের আসন্ন ছবি ‘বি হ্যাপি’। এই ছবিতেও বাবা-মেয়ের সমীকরণের গল্প তুলে ধরা হবে। অভিষেক নিজেও ওক কিশোরী কন্যার বাবা। কন্যার সঙ্গে সম্পর্কের সমীকরণ, বলা ভাল বাবা-সন্তানের সম্পর্কের কথা বলতে গিয়ে অভিষেক বলেন, ‘‘আমরা অনেক সময় ভুলে যাই যে একজন বাবা কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার মনে হয় পুরুষেরা মনের ভাব প্রকাশ করতে খুব একটা পটু নন। এটা একটা বিরাট ত্রুটি। আমরা মনে করি, আমাদের যে কোনও দায়িত্ব বা চাপ খুব নীরবে গ্রহণ করতে হবে এবং তা মুখ বুজে মেনে নিতে হবে।”
সারা, অনন্যা পাণ্ডের পর শ্রীলীলার সাথে কার্তিকের প্রেমের গুঞ্জন
সন্তানের জীবনে মায়ের গুরুত্বের কথা মাথায় রেখেই বলেন, ‘‘একজন বাবা কখনওই একজন মায়ের জায়গা নিতে পারে না।’’ অভিষেক মানেন মায়ের জায়গা অনেকটা উপরে। তবুও একজন বাবার কাজকে অবহেলা করা উচিত নয়। অভিষেক খানিক আক্ষেপের সুরেই বলেন ‘‘একজন মায়ের কাজের তুলনায় বাবা কিছুই না, কিন্তু তারা তাদের দায়িত্ব পালনের যথাসাধ্য চেষ্টা করে।’’ যদিও মেয়ে আরাধ্যার সঙ্গে অভিষেকের সম্পর্ক খুবই মজুবত। মেয়ে আরাধ্যাই বাবাকে পা মাটিতে রেখে চলতে সাহায্য করে। কারণ বাড়িতে তিনি কোনও তারকা নন, শুধু আরাধ্যার অভিভাবক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।