বিনোদন ডেস্ক : ফের ফেসবুক কেঁপেছে এক দুর্ধর্ষ পারফরমেন্সে ৷ অমিতাভ বচ্চন ও গোবিন্দর সঙ্গে মাধুরী দীক্ষিতের সুপারহিট গানের সঙ্গে এক যুবক ও যুবতীর দুর্ধর্ষ নাচে রীতিমত কেঁপে উঠেছে সোশ্যাল মিডিয়া ৷ ছবির নাম বড়ে মিঁঞা, ছোটে মিঁঞা গানের এক অসাধারণ দৃশ্যে রীতিমত এক সুন্দর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ এই ছবিতে গোবিন্দ ও অমিতাভ বচ্চনের ডাবল রোল ছিল ৷
এই ছবিতে সব ধরনের উপাদান রয়েছে ৷ হাসিকান্না, মজা, সব কিছুই রয়েছে ছবিতে ৷ অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ ও অমিত কুমারের এই গানটি একদমই ২০০০ সালের সময়ে বিশেষ প্রভাব ফেলেছিল ৷ আনন্দে অনুষ্ঠানে গানটি ব্যাপক ভাবে প্রচলিত ছিল, সেই খান থেকে প্রবল সাফল্য পেয়েছিল ৷
সেই গানটিতেই তুমুল নাচ ৷ রীতিমত জমিয়ে দিয়েছেন আসর ৷ সবার সামনে এক আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে ৷ সব মিলিয়ে এক পাওয়ার প্যাক পারফরমেন্সেও দশদিক একাকার হয়েছে ৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।