বিনোদন ডেস্ক : দুই বাংলার তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। কিন্তু এই জনপ্রিয়তা তাকে একটুও টানে না। তাই তো হুট করেই ২০১৫ সালের এপ্রিলে নিজের ষষ্ঠ একক অ্যালবাম ‘খুব ডুব’ প্রকাশের পর নিজেই ডুব দিয়েছিলেন। তারপর থেকে গানে আর সেভাবে দেখা যায়নি অর্ণবকে। সম্প্রতি অংশ নিয়েছিলেন ঢাকার দুইটি কনসার্টে।
তবে এবার অর্ণব ভক্তদের জন্য সুখবর। শুক্রবার (৮ নভেম্বর) ক্লাব হাউসের আয়োজনে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিনামূল্যে দেখা যাবে অর্ণবের কনসার্ট। বিকাল ৪টা থেকে শুরু হয়ে এই কনসার্টি চলবে রাত ৮টা পর্যন্ত।
Advertisement
অন্যদিকে এর একদিন আগে ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় বনানীর যাত্রা বিরতিতেও গাইবেন অর্ণব। তবে এই কনসার্ট দেখার জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে এক হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


