ভারতের শীর্ষ র্যাপ শিল্পী হানি সিং। সকলের কাছে পরিচিত তিনি ‘ইয়ো ইয়ো হানি সিং’ নামে। ক্যারিয়ারে শুরুর দিকে আলোচনায় থাকলেও মাঝে সংগীত জগৎ থেকে হারিয়ে যান এই শিল্পী। এর নেপথ্যে ছিল তার মাদকাসক্তিতে জড়িয়ে পড়া। শুধু তাই নয়, হানির মাদকাসক্তের খবরের পর আসে তার বিবাহ বিচ্ছেদের খবর। হানি সিংয়ের স্বীকারোক্তি, এই মাদকাসক্তিই তাদের সংসার ভাঙার কারণ ছিল।
২০২২ সালে শালিনী তলওয়ারকে প্রেম করে বিয়ে করেন হানি সিং। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অতীত নিয়ে মুখ খোলেন এই শিল্পী।
হানি সিং জানান, বিয়ের প্রথম ৯-১০ মাস ধরে ভালো ছিল তাদের সংসার। কিন্তু, ধীরে ধীরে হানি সিং ক্যারিয়ারে উন্নতি করতে শুরু করে। সাফল্যের শীর্ষে চলে যান তিনি। সম্পদ, খ্যাতি ও নেশায় মত্ত হয়ে স্ত্রী শালিনীর সঙ্গে গায়কের সম্পর্কের অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত তাদের বিবাহ বিচ্ছেদ হয়। হানির কথায়, ‘আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল এবং এর কারণ ছিল আমার অতিরিক্ত ভ্রমণ। তখন আমি শুধু আমার ক্যারিয়ারকে গুরুত্ব দিতাম। ২০১১ সালে বিয়ের পর প্রথম ৯ মাস আমরা ভালোই ছিলাম। এরপর আমি সম্পূর্ণরূপে সম্পদ, খ্যাতি, মাদক ও নারীতে নিমজ্জিত হই। পরিবারকে অবহেলা করতে শুরু করি। তবে এখন নিজের ভুলটা বুঝি।’
হানি সিং বলেন,‘আমি সারাক্ষণ মাদকে মত্ত থাকতাম। বুঝতাম না আমার চারপাশে কী ঘটছে। এটা থেকে বেরিয়ে আসতে আমার অনেকটা সময় লেগেছিল। কিন্তু, যখন আমি সুস্থ হয়ে উঠি, ততক্ষণে আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল।’
হানি সিংকে কারা মাদকের দিকে ঠেলে দেন, সে প্রসঙ্গে তিনি বলেন, বলিউডের একাধিক প্রভাবশালী ব্যক্তিরা এর পেছনে জড়িত ছিল। এই গায়ক বলেন, ‘আমাকে তারা বলতেন, আমি মদ্যপান করতে পারি কিনা, আমাকে সেটা করে দেখাতে হত।’ সে থেকেই মাদক সেবন শুরু করেন হানি সিং।
ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে টাইগার বাহিনীকে রাষ্ট্রপতির অভিনন্দন
উল্লেখ্য, গত মাসেই মুক্তি পেয়েছে হানি সিংহের নতুন অ্যালবাম ‘গ্লোরি’। তাকে নিয়ে ওটিটির জন্য একটি তথ্যচিত্রের কাজও শুরু হয়েছে বলে খবর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।