অর্থ পরিশোধ না করায় দ.কোরিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু তেহরানের

অর্থ পরিশোধ না করায় দ.কোরিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করেছে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কাছ থেকে তেল কেনা বাবদ কয়েক বিলিয়ন ডলার অর্থ পরিশোধ না করায় দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করেছে তেহরান।

 অর্থ পরিশোধ না করায় দ.কোরিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করেছে তেহরান

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি গত ২২ জুলাই এ সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে পাঠিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার শুরু করতে পার্লামেন্টের অনুমোদন গ্রহণের জন্য বিলটি স্পিকার বাকের কলিবফের কাছে পাঠানো হয়।  এর আগে গত ৫ জুলাই মন্ত্রিসভার বৈঠকে এই বিল অনুমোদন করা হয়।

দক্ষিণ কোরিয়ার দু’টি ব্যাংকে ইরানের অন্তত ৭ বিলিয়ন ডলার অর্থ আটকে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার শিকার হওয়ার ভয়ে ব্যাংক দু’টি ওই অর্থ ইরানকে পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

চলতি বছরের গোড়ার দিকে ইরানি গণমাধ্যমগুলোতে এই খবর বেরিয়েছিল যে, সিউলে আটকে থাকা অর্থ তেহরানে ফেরত আনার জন্য ইরান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা ব্যাপকভিত্তিক আলোচনা শুরু করেছেন। কিন্তু সে আলোচনা থেকে কোনো ফল বেরিয়ে আসার খবর পাওয়া যায়নি।

২০১‌৮ সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর দক্ষিণ কোরিয়ার ব্যাংক দু’টি ইরানের তেল বিক্রির অর্থ আটকে দেয়।

২০১৮ সালের আগ পর্যন্ত দক্ষিণ কোরিয়া ছিল ইরানের তৃতীয় বৃহত্তম তেল ক্রেতা। ইরানি কর্মকর্তারা বলছেন, মার্কিন নিষেধাজ্ঞাকে অজুহাত হিসেবে ব্যবহার না করে দক্ষিণ কোরিয়াকে ইরানের তেলের পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে