জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস মহামারিতে ইউরোপে ভয়াবহ প্রাদুর্ভাবের শিকার স্পেন লকডাউন শিথিল করতে যাচ্ছে। লকডাউন স্থবির হয়ে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে এই পদক্ষেপ নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, উৎপাদন, নির্মাণ ও কয়েকটি সেবাকে কাজে ফেরার অনুমতি দেওয়া হবে। তবে অবশ্যই তাদের কঠোর সুরক্ষাবিধি মেনে চলতে হবে। বাকি জনগণকে ঘরে থাকতে হবে।
কোভিড-১৯ এ স্পেনে প্রায় ১৭ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। তবে গত কয়েকদিন ধরে নতুন আক্রান্তের সংখ্যা নিম্নগামী।
করোনায় ইউরোপের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে প্রায় ১৯ হাজার ৯০০ জনের মৃত্যু হলেও মঙ্গলবার থেকে অল্প কিছু সংখ্যক প্রতিষ্ঠান কাজ শুরু করবে।
সোমবার স্পেনের স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে রবিবার মৃত্যু হয়েছিল ৬১৯ জনের। সরকারি হিসেবে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৪৮৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৭৭ জন। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৪৯৬ জন।
স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, জয় এখনও আমরা অনেক দূরে। কিন্তু এই মুহূর্ত থেকে আমরা স্বাভাবিক জীবনে ফেরার কাজ শুরু করছি। আমরা সবাই কাজে ফিরতে চাই। কিন্তু আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হলো এই যুদ্ধে জয়ী হওয়া।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel