অলিম্পিকের যেসব নতুন প্রযুক্তি সবাইকে মুগ্ধ করেছে

প্যারিস অলিম্পিক

প্রতি চার বছরে একবার আসে অলিম্পিক। বিশ্বের বেশির ভাগ ক্রীড়াবিদ এতে নিজেদের দক্ষতা প্রদর্শনের জন্য মুখিয়ে থাকেন। আয়োজক দেশগুলোও অলিম্পিক আয়োজনে গর্ববোধ করে, নিজেদের সেরা প্রমাণ করতে চায়। প্যারিস অলিম্পিকে তাই এসেছে নতুন ও দারুণ সব প্রযুক্তি। এসব প্রযুক্তির ব্যাপারে আপনি কতটা জানেন?

প্যারিস অলিম্পিক

এ বছর অলিম্পিকে বাংলাদেশের কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছে? চলতি বছর ৫ বাংলাদেশি খেলোয়াড় অলিম্পিকে অংশ নিয়েছেন। এর মধ্যে ৪ জন ওয়াল্ডকার্ডে সুযোগ পেয়েছেন। শুধু আর্চারিতে সাগর ইসলাম যোগ্যতা অর্জন করে গেছেন।

খেলার হাইলাইটস তৈরি করার জন্য এবার ইন্টেল তৈরি করেছে স্বয়ংক্রিয় হাইলাইটস জেনারেশন সিস্টেম। যেকোনো খেলা শেষ হওয়ার ১০ মিনিটের মধ্যে এখন হাইলাইটস তৈরি হয়ে যাচ্ছে। আগে এটা করতে সময় লাগত ঘণ্টার পর ঘণ্টা। এবারের স্বর্ণপদকের ভর ৫২৯ গ্রাম। এতে রূপা আছে ৫০৫ গ্রাম, স্বর্ণ ৬ গ্রাম আর লোহা আছে ১৮ গ্রাম।

বাংলাদেশ এখন পর্যন্ত ১১ বার অলিম্পিকে অংশগ্রহণ করে একটিও পদক পায়নি। ১৯৮৪ সালে প্রথম বাংলাদেশ অলিম্পিকে অংশগ্রহণ করে। অলিম্পিকের বর্তমান আসর অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের প্যারিসে। এর আগেও ১৯০০ ও ১৯২৪ সালে দুই বার ফ্রান্স গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছে।

২০২০ সালের টোকিও অলিম্পিক, ২০১৬ সালের রিও অলিম্পিক ও ২০১২ সালের লন্ডন অলিম্পিকে গড়ে ৩ কোটি ৫০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে। প্যারিসের লক্ষ্য পূরণের জন্য এ বছর কার্বন নিঃসরণ কমিয়ে আনতে হবে ১ কোটি ৭৫ লাখ টনে। এরই মধ্যে প্যারিস এ লক্ষ্য পূরণের জন্য কাজও করছে।

প্যারিস অলিম্পিকে ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত তাৎক্ষণিক অনুবাদ যন্ত্র। আপনি বাংলা ভাষায় কথা বলার সঙ্গে সঙ্গে যন্ত্রটি ফ্রেঞ্চ, ইংরেজিসহ প্রায় ১৫টি ভাষায় তা অনুবাদ করে শোনাবে। এবারের অলিম্পিকের জন্য ইন্টেল একটি চ্যাটবট তৈরি করেছে। খেলোয়াড়েরা এই চ্যাটবটের কাছ থেকে জানতে পারছেন প্যারিসের কোথায় কীভাবে যেতে হয়, খাবার কোথায় পাওয়া যাবে, তাঁদের থাকার নির্দিষ্ট স্থানটি কোন দিকে—এ রকম খুঁটিনাটি নানা বিষয়।

নতুন ধরনের জুতোর পাশাপাশি এবার উন্নত প্রযুক্তির ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৪০ হাজার ফ্রেম ধরতে পারে এ ক্যামেরা প্রতি সেকেন্ডে। ফলে ফলাফল নির্ধারণ খুবই সহজ হয়েছে।