অল্পের জন্য রক্ষা পেল বিমানের ৩৩ যাত্রী

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার এয়ারলাইনসের একটি বিমান অবতরণের সময় চাকা ফেটে গেছে। এসময় বিমানে থাকা ৩৩ যাত্রী অল্পের জন্য রক্ষা পেয়েছে। ঘটনাটি রোববার (১৭ নভেম্বর) সকাল পৌনে দশটার দিকে শাহমখদুম বিমানবন্দরে ঘটে।

এরআগে রোববার সকাল ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহমখদুম বিমানবন্দরে উদ্দেশ্যে উড্ডয়ন করে নভোএয়ারের এই বিমানটি। শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করার সময় তার পিছনের বাম দিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়।

রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের অ্যারোডো অফিসার দিলারা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে আসে। সকাল ৯টা ৪৫ মিনিটে শাহমখদুম বিমানবন্দরে রাজশাহীতে অবতরণ করার পর পিছনের বাম দিকে একটি চাকা ফেটে যায়।

পরে যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। এ বিষয়ে জানতে চাইলে শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেফাতুর রহমান বিষয়টি এড়িয়ে যান। তবে যাত্রীরা জানান, দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে নভোএয়ারের ফ্লাইটটি। চাকা ফেটে যাওয়ার খবরে রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত নিরাপদে অবতরণে সক্ষম হয় বিমানটি।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *