জুমবাংলা ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারাদেশে একটানা ২০ দিন অসহ্য তাপদাহ বয়ে গিয়েছিলো। এজন্য ঘূর্ণিঝড় ফণীর উপরেই দায় চাপাচ্ছিলেন আবহাওয়াবিদরা। কিন্তু এই ঘুর্ণিঝড়ের প্রভাবেই আজ শুক্রবার ঢাকায় থেমে থেমে বৃষ্টি নামছে। আর এরই মধ্যে দিয়ে নগরবাসীর মাঝে স্বস্তিও এসেছে।
গত ২০ দিন ঢাকাসহ প্রায় সরাদেশই ছিলো প্রায় বৃষ্টিহীন। আজ সকাল থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি নেমেছে, কখনও ঝড়ো হাওয়াসহ কখনও বা মৃদুবায়। ফণীর আতঙ্ক শিকেয় তুলে নগরবাসীদের অনেককেই বৃষ্টি উদযাপন করতে দেখা গেছে।
ঢাকার বারিধারায় ভাইকে নিয়ে বৃষ্টিতে ভিজছিলেন কলেজ পড়ুয়া শিক্ষার্থীঅ চুমকি। জুমবাংলার সাথে আলাপকালে তিনি বলেন, ফণী আর যাই করুক, অসহ্য গরম থেকে আমাদের বাঁচিয়েছে।
ফণী আজ সন্ধ্যার পর খুলনা পেরিয়ে ঢাকার দিকে আসবে। দুর্বল হয়ে গেলেও ফণীর কারণে আজ সারা রাত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আগামীকাল ফণীর প্রভাবে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।