অস্ট্রেলিয়ায় প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়াকে ১৬৩ রানে অলআউট করার পর ৯ উইকেটের দাপুটে জয় তুলেছে মোহাম্মদ রিজওয়ানের দল। সিরিজে এখন ১-১ সমতা।
অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুটা খুব একটা খারাপ হয়নি অস্ট্রেলিয়ার। ২ উইকেট খরচ করেই দলটি পেরিয়ে যায় ৭০ এর ঘর। তবে এর পরপরই ধসের শুরু। বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ধস নামান হারিস রউফ। শাহিন শাহ আফ্রিদিও বল হাতে ছিলেন দারুণ কার্যকর।
এই দুই পেসারের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি অজিরা। গুটিয়ে যায় মাত্র ৩৫ ওভারে ১৬৩ রানে। যেখানে অজিদের হয়ে দলীয় সর্বোচ্চ ৩৫ রান করেন স্টিভেন স্মিথ। বল হাতে ২৯ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন হারিস। ২৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন আফ্রিদি।
জবাবে দুই ওপেনারে ভর করেই জয়ের সুঘ্রাণ পায় পাকিস্তান। সিয়াম আইয়ুব ৮২ রান করে যতক্ষণে সাজঘরে ফিরছেন ততক্ষণে জয়ের ভিত গড়া হয়ে গেছে পাকিস্তানের। পরে আব্দুল্লাহ শফিককে সঙ্গ দিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাবর আজম। শফিক অপরাজিত ছিলেন ৬৪ রানে। ১৫ রানে অপরাজিত ছিলেন বাবর। পাকিস্তান জয় পায় ১৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে।
আগামী ১০ নভেম্বর সিরিজ নির্ধারণী ম্যাচে ফের মাঠে নামবে দু’দল। যেখানে জয়ী দলের হাতে উঠবে সিরিজ জয়ের ট্রফি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।