স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে বেদনাদায়ক হারের ক্ষত এখনো ভুলতে পারছেন না আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি। ৯১ রানে অজিদের ৭ উইকেট নেওয়ার পরও গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসের কাছে পরাজয় বরণ করে নিতে হয় তাদের।
প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে শহিদি বলেন, ‘আমরা বড় দলের বিপক্ষে খেলেছি এবং শেষ পর্যন্ত লড়াই করেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা আমাদের হাতে ছিল কিন্তু এটা খুব বেদনাদায়ক আমাদের জন্য জিততে না পারাটা।’
চার জয়ে বিশ্বকাপ শেষ করায় খুশি আফগান অধিনায়ক। তিনি বলেন, ‘আমি দলের পারফরম্যান্সে খুশি। আমরা প্রতিটা ম্যাচেই শেষ পর্যন্ত লড়াই করেছি। ভবিষ্যতের জন্য এটা ভালো দিক। আমাদের ব্যাটাররাও দারুণ খেলেছে। আমরা টুর্নামেন্টের আগে ছন্দে ছিলাম না। এরপরেই আমরা বসে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছি।’
এতদিন আফগানদের সবাই স্পিন ফ্রেন্ডলি দল হিসেবেই জানতো। কিন্তু এবারের বিশ্বকাপে ব্যাটিংটাও ভালো করছে তারা। ‘আমাদের সবাই জানতো আমরা স্পিনে ভালো। এবার আমরা ব্যাটিংয়েও যে ভালো করি তা দেখিয়েছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।