ভারত-চীনকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় সর্বোচ্চ অ্যাসেসমেন্ট লেভেল এক-এ উন্নীত হলো বাংলাদেশ। ফলে অস্ট্রেলিয়ায় পড়াশোনার স্বপ্নপূরণ এখন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হবে আগের চেয়ে সহজ, দ্রুত ও কম খরচে। বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য অস্ট্রেলিয়া। এবার সেইসব শিক্ষার্থীদের জন্য সুসংবাদ দিয়েছে দেশটি।প্রথমবারের মতো, স্টুডেন্ট ভিসায় বাংলাদেশকে অ্যাসেসমেন্ট লেভেল এক-এ উন্নীত করেছে অস্ট্রেলিয়া। ভারত-চীন রয়েছে লেভেল দুই-এ।
অস্ট্রেলিয়া সরকারের এমন সিদ্ধান্তে দেশটিতে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পদ্ধতির জটিলতা কমে গেছে। নতুন নিয়মে স্পন্সরশিপের জটিলতা কমার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে থাকবে টিউশন ফি-ও।
পাশাপাশি, উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির শর্তগুলোও তুলনামূলক শিথিল হবে।
২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়া সরকারের এসেসমেন্ট লেভেলের তৃতীয় ধাপে অবস্থান করছিল বাংলাদেশ। এ কারণে নানা জটিলতার মুখোমুখি হতেন শিক্ষার্থীরা। লেভেল-১ এ উন্নীত হওয়ায় এখন তুলনামূলক কম খরচে, দ্রুত ও সহজ কয়েকটি ধাপেই ভিসার জন্য আবেদন করা যাবে।
৩০ সেপ্টেম্বর, ২০২৫ বা তার পরে জমা দেয়া আবেদনের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।