ওপেনার যশস্বী জয়সওয়াল ব্যাট হাতে একা অনেকক্ষণ লড়লেও পাননি কারোর যোগ্য সঙ্গ। পাঁচ নম্বরে নামা রিশভ পন্থ মাঝারি ইনিংস খেললেও বাকিরা দুই অংকের ঘরেই পৌঁছাতে ব্যর্থ হলেন। ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিয়ে মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত।
অজিদের প্রথম ইনিংসে ৪৭৪ রানের জবাবে ভারত ৩৬৯ রানে থামে। ১০৫ রানে এগিয়ে স্বাগতিকরা ২৩৪ রানে গুটিয়ে যায়। সফরকারীরা পঞ্চম দিন ৩৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায়। এ জয়ের ফলে বোর্ডার-গাভাস্কার ট্রফির ৫ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
৯ উইকেটে ২২৮ রান নিয়ে ক্যাঙ্গারুরা শেষ দিনের খেলা শুরু করে। মাত্র ৬ রান যোগ করতেই তারা অল আউট হয়। ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ দ্বিতীয় ইনিংসে ৫৭ রানের বিনিময়ে নেন ৫ উইকেট। সিরাজের দখলে যায় ৩ উইকেট।
অতি ধীরগতির ব্যাটিংয়ে ড্রয়ের কৌশলে এগোতে চাওয়া ভারত ৩৩ রানেই হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেটে জয়সওয়াল ও পন্থ ৮৮ রানের জুটি গড়ে বিপদ সামলেছিলেন। স্বস্তি নিয়েই চা বিরতিতে গিয়েছিল টিম ইন্ডিয়া।
শেষ সেশনে পার্টটাইম স্পিনার ট্রাভিস হেডের অফ স্টাম্পের বাইরের বল টেনে ছক্কা মারতে গিয়ে আউট হন পন্থ। ১০৪ বলে ৩০ রানের ইনিংস শেষ হওয়ায় পর নামে ব্যাটিং ধস। উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ২০৮ বলে ৮ চারে ৮৪ রানের ইনিংস খেলেন জয়সওয়াল।
১২১ রানে ৪ উইকেট হারানো ভারত এরপর মাত্র ৩৪ রান যোগ করতে হারায় শেষ ৬ উইকেট। তাতে সিরিজ হার ঠেকিয়েছে অস্ট্রেলিয়া। পঞ্চম ও শেষ টেস্ট সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে।