স্পোর্টস ডেস্ক : লর্ডসে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালে অসি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ যখন সেঞ্চুরি করলেন, টুইটারে তখন পাকিস্তানি সমর্থকরা হামলে পড়লেন অস্ট্রেলিয়ার পক্ষ নিয়ে। ছবি এডিট করে অ্যারোন ফিঞ্চের মাথা বসিয়ে দেয়া হলো পাকিস্তানি জার্সি পরিহিত একজন ব্যাটম্যানের ঘাড়ের ওপর। দেখে মনে হবে যেন, ফিঞ্চ পাকিস্তানেরই একজন ব্যাটসম্যান।
মঙ্গলবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের সময় অস্ট্রেলিয়ানদের চেয়েও অস্ট্রেলিয়ার বড় সমর্থকে পরিণত হয়েছিল উপমহাদেশের তিন দেশ- বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই তিন দেশের কোটি কোটি ক্রিকেট সমর্থক কায়মনোবাক্যে চেয়েছিল অস্ট্রেলিয়ার জয়।
কারণ, অস্ট্রেলিয়ার এই একটি জয়ের মধ্যেই যে নিজেদের ভাগ্য জড়িয়ে ছিল উপমহাদেশের এই তিন দেশের! বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার সেমিফাইনালের সম্ভাবনা টিকে থাকার জন্য অন্যতম বড় শর্ত ছিল অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের হার। তাহলেই সেমির স্বপ্ন টিকে থাকবে এই তিন দেশের, অন্যথা হলে হয়তো স্বপ্ন শেষ হয়ে যেতো না; কিন্তু অনেক কঠিন হয়ে যেত।
অস্ট্রেলিয়া এমনিতেই এগিয়েছিল পয়েন্ট টেবিলে। ৬ ম্যাচ শেষে তাদের অর্জন ছিল ১০ পয়েন্ট। বাকি তিন ম্যাচের একটিতেও যদি জিতে যায়, তাহলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে তাদের। তবে সেই তিন ম্যাচের মধ্যে সেই একটি জয় যদি ইংল্যান্ডের বিপক্ষে আসে, তাহলে তাতে লাভ হওয়ার কথা এক সঙ্গে তিন দেশের।
কারণ, ৭ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৭। পয়েন্ট টেবিলে অবস্থান ৮ নম্বরে। ম্যাচ বাকি ২টা। প্রতিপক্ষ ভারত এবং পাকিস্তান। টাইগারদের চাওয়া অন্তত একটি জয়। তাহলে পয়েন্ট হবে ৯। সে ক্ষেত্রে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে থাকা ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে ১০।
সে ক্ষেত্রে বাংলাদেশ একটি ম্যাচ জিতলেও কোনো লাভ হবে না। সুতরাং, বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের চাওয়া, ইংল্যান্ড হারুক। ৮ পয়েন্ট নিয়েই থাকুক তারা। শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচই নয়, ইংল্যান্ড পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং ভারতের কাছেও হারুক- এই চাওয়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই দুই দেশেরও।
৬ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা রয়েছে ৬ নম্বরে। তাদেরও ম্যাচ বাকি তিনটি। তাদের এই তিন ম্যাচে প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত। লঙ্কানদের আশা, অন্তত দুটি জয়, তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে ১০। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের পরাজয় তারা কামনা করতেই পারে। কারণ, কেবল ইংল্যান্ড হারলেই তাদের লাভ। সামনের রাস্তা পরিষ্কার থাকবে লঙ্কানদের জন্য।
৫ পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে ৭ নম্বরে। তাদেরও বাকি তিন ম্যাচ। নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে এই তিনটি ম্যাচ তাদের। এর মধ্যে অন্তত দুটিতে জিতলেও হবে ৯ পয়েন্ট। সে ক্ষেত্রে সেমির সম্ভাবনা টিকে থাকবে তাদেরও। সে জন্য প্রধান শর্ত, ইংল্যান্ডকে হারতেই হবে তাদের বাকি ম্যাচগুলোতে। এমনকি অস্ট্রেলিয়ার কাছে হারসহ।
উপমহাদেশের এই তিন দেশের চাওয়া- একটি কারণেই এক বিন্দুতে এসে উপনীত হয়েছে। সেটা নিজেদের সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখার স্বার্থ এবং এই তিন দেশেরই সামনে সবচেয়ে বড় বাধার নাম ইংল্যান্ড। মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের হারের কারণে যারপরনাই খুশি উপমহাদেশের এই তিন দেশ। তাদের চাওয়া, বাকি দুই ম্যাচেও নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হারুক ইংল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।