Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে যে সাময়িক পদক্ষেপ নেয়া হয়েছে তা অবসানের ঘোষণা দেয়া হয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ নতুন করে করোনা শনাক্ত না হওয়ায় সোমবার বৃহত্তর সিডনি এলাকা থেকে অস্থায়ীভাবে আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দেয়।
সোমবার থেকে বাড়িতে সর্বোচ্চ ২০ জন মেহমান উপস্থিতির যে বিধিনিষেধ ছিল তা আর থাকছে না। এছাড়া নাইটক্লাবে গ্রুপ নাচ গানের উপর থেকেও বিধি নিষেধ তুলে নেয়া হয়েছে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, যে কোন সময় কোভিড-১৯ কমিউনিটিতে ফিরে আসতে পারে। তাই আমাদের সকলকে নিরাপদ থাকতে বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মে মাসের প্রথমে সিডনির পূর্বাঞ্চলীয় শহরতলিতে এক দম্পতির করোনা শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ অস্থায়ী কিছু পদক্ষেপের ঘোষণা দেয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।