আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে দুই বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়লেসের একটি ফিশিং স্পটে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন- নিউ সাউথ ওয়েলসের বাঙালি অধ্যুষিত লাকেম্বা এলাকার ‘মাহি হালাল বুচারি ও ঘরোয়া কিচেনের’ ব্যবসায়ী মাহদী খান (৩০) ও একই এলাকার ডেইলি শপিং মলের কর্মচারী মোজাফফর আহমেদ (৪০)।
স্থানীয় পুলিশ জানায়, ওই ফিশিং স্পটে তিন বাংলাদেশি মাছ শিকার করতে যায়। এক পর্যায়ে সাগরে প্রচণ্ড বেগে জোয়ার এলে তারা স্রোতের তোড়ে ভেসে যায়। এ সময় স্থানীয় পুলিশ ও উদ্ধারকারীরা একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশের অন্য একটি দল ফ্লোটেশন ডিভাইস নিয়ে সাগরে নেমে প্রায় ৬০ ফুট গভীর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।