আন্তর্জাতিক ডেস্ক : রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নাগরিক হওয়ার সুযোগ কেড়ে নিচ্ছে মিয়ানমার সরকার। অস্ত্রের মুখে তাদেরকে বিদেশি হিসেবে শ্রেণিবদ্ধ পরিচয়পত্র নিতে বাধ্য করছে। দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, রোহিঙ্গাদের সঙ্গে নৃশংস আচরণের জন্য বিশ্বজুড়ে নিন্দিত হয়েছে মিয়ানমার। এবার ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড (এনভিসি) নামে পরিচয়পত্র জোর করে ধরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।
ফোর্টিফাই রাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ স্মিথ বলেন, কার্যকরভাবে মৌলিক অধিকার কেড়ে নেওয়ার একটি প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে মিয়ানমার। এর মধ্য দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত রয়েছে তারা। এনভিসি কার্যকরভাবে রোহিঙ্গাদের বিদেশি হিসেবে চিহ্নিত করবে। আর সরকার এই পরিচয়পত্র নিতে রোহিঙ্গাদের বাধ্য করছে। মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়েছিল এবং এনভিসি প্রক্রিয়া বাস্তবায়নের অজুহাত দেখিয়ে রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতার ওপর বিধিনিষেধও আরোপ করেছিল।
জোর করে পরিচয়পত্র দেওয়ার বিষয়ে মিয়ানমার সরকারের মুখপাত্র জ তাইয়ের মন্তব্য তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুন তুন নাই অভিযোগ অস্বীকার করে বলেছেন, কাউকে বন্দুকের মুখে বা নির্যাতনের মাধ্যমে পরিচয়পত্র নিতে বাধ্য করা হচ্ছে না। তিনি টেলিফোনে রয়টার্সকে বলেন, এটি সত্য নয় এবং আমার আর কিছু বলার নেই।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.