আন্তর্জাতিক ডেস্ক : প্যারিস অলিম্পিকে মেয়েদের ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদ রেবেকা চেপ্টেগির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন প্রেমিক ডিকসন এনডিমা। গত বৃহস্পতিবার মৃত্যু হয় রেবেকার। আগুন ধরাতে গিয়ে ডিকসনের শরীরও কিছুটা পুড়ে গিয়েছিল। রেবেকার মৃত্যুর পাঁচ দিন পর ডিকসনও মারা গেছেন।
আফ্রিকার সংবাদমাধ্যমে বলা হয়, আগুনে রেবেকার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে কেনিয়ার একটি হাসাপাতালে ভর্তি করানো হলেও শেষপর্যন্ত বাঁচানো যায়নি। আগুন ধরাতে গিয়ে ডিকসনের শরীরেরও অনেক জায়গা পুড়ে গিয়েছিল। প্রেমিকার সঙ্গে একই দিনে প্রেমিককেও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই সোমবার রাতে মৃত্যু হয় ডিকসনের।
এর আগে রেবেকার প্রেমিক ডিকসন এনডিমা একটি জেরিক্যান পেট্রোল কেনেন। প্রেমিকার সঙ্গে মতবিরোধের জেরে এমন করেছেন তিনি। ঘটনায় প্রেমিক নিজেও আহত হয়েছেন। প্যারিস অলিম্পিকে মেয়েদের ম্যারাথনে ৪৪তম স্থানে থেকে শেষ করেছিলেন রেবেকা চেপ্টেগি।
রেবেকা উগান্ডার হলেও তিনি বসবাস করতেন কেনিয়ায়। রেবেকা বাবা জোসেফের অভিযোগ কেনিয়া সরকারের অবহেলার কারণেই প্রাণ হারিয়েছেন তার মেয়ে। জানিয়েছেন, পরিস্থিতি টের পেয়ে আগেই কেনিয়ার সরকার এবং কেনিয়ার পুলিশকে জানানো হয়েছিল। তবে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ জোসেফের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।