গেল বছর মুক্তি পায় রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। এটি নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি। সিনেমাটি মুক্তির পর রীতিমতো ঝড় তোলে বক্সঅফিসে। তবে নানান বিতর্কের মুখেও পড়ে সিনেমাটি। ‘অ্যানিমেল’র সাফল্যের পর অধীর আগ্রহে সিনেমার পরবর্তী সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
অবশেষে জানা গেল, এই ফ্রাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘অ্যানিম্যাল পার্ক’ আসছে। বিষয়টি নিশ্চিত করেছেন সন্দীপ রেড্ডি নিজেই। প্রথম কিস্তি নিয়ে যে সমালোচনা হয়েছে, সেসব খুব একটা মাথাব্যথা নেই নির্মাতার। বলা যায়, এসব বিতর্ককে কোনো তোয়াক্কাই করেন না তিনি। উল্টো আগাম হুঁশিয়ারি দিলেন সন্দীপ রেড্ডি।
সিনেমার মুখ্য চরিত্রে রণবীর থাকবেন, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু সিনেমার প্রথম পর্বে রক্ত, হিংসা, উগ্র পৌরুষের কারণে সমাজের একটা বড় অংশের কাছে সমালোচিত হন তিনি।
সিনেমাপ্রেমীদের হুঁশিয়ারি দিয়ে সন্দীপ রেড্ডি বলেন, অপেক্ষা করুন। কেননা প্রথম কিস্তির থেকে দ্বিতীয় পর্বে আরও রক্ত ঝরবে। পাশাপাশি আগের চেয়ে আরও ভয়ঙ্কর হতে চলেছে ‘অ্যানিম্যাল টু’।
‘অ্যানিম্যাল’ সিনেমায় রণবীর নায়ক হলেও খলচরিত্রে স্বল্প উপস্থিতিতে নজর কেড়েছিলেন ববি দেওল। বিটাউনের অনেকের ধারণা, এই সিনেমার মাধ্যমেই নতুন জীবন পেয়েছেন তিনি। কিন্তু ‘অ্যানিম্যাল পার্ক’-এ রণবীরের সঙ্গে কে টক্কর নেবেন? এমন প্রশ্ন রীতিমতো ঘুরপাক খাচ্ছে সিনেমাপ্রেমীদের মনে।
ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায়,‘অ্যানিম্যাল টু’ সিনেমায় খলচরিত্রের জন্য ভিকি কৌশলকে বেছে নিয়েছেন নির্মাতারা। যদিও এখন পর্যন্ত ভিকি বা পরিচালকের তরফে এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে সিনেমায় যে নতুন চমক থাকছে, সেটা খোলসা করে দিয়েছেন সন্দীপ রেড্ডি।
নির্মাতা জানান, ২০২৬ সালের প্রথম দিকেই শুরু হবে ‘অ্যানিমেল টু’ সিনেমার শুটিং। পাশপাশি তিনি এও জানান, ‘অ্যানিমেল’র তুলনায় অনেক বড় প্রেক্ষাপটে নির্মিত হবে সিনেমার দ্বিতীয় কিস্তি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel