অ্যান্ড্রয়েডের ৬টি গুরুত্বপূর্ণ ফিচার যা আপনার ব্যবহার করা উচিত

Android

প্রযুক্তিপ্রেমীদের কাছে Android ফোন জনপ্রিয় হওয়ার একটি বিশেষ কারণ হচ্ছে এখানে অনেক ফিচার অ্যাভেলেবল রয়েছে এবং নানা প্রকারে কাস্টমাইজেশন করা সম্ভব। আজকের আর্টিকেলে গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড ফিচার নিয়ে আলোচনা করা হবে যা আপনি ব্যবহার করে উপকৃত হতে পারেন।

Android

কাস্টোম ও গুগল কি-বোর্ড

স্যামসাং গ্যালাক্সির মত স্মার্টফোনে গুগলের কাস্টম কিবোর্ড ব্যবহার করা সম্ভব। এটি ডাউনলোড করে মেইন কিবোর্ড হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে কিবোর্ডের সাইজ ছোট বড় করার অপশন রয়েছে।

গুগল কি-বোর্ড এর মাধ্যমে আপনি দ্রুত টাইপ করতে পারবেন। তবে আপনি যদি স্টাইলাস পেন ব্যবহার করে টাইপ করেন তাহলে আপনি আরো দ্রুত গতিতে অগ্রসর হতে পারবেন।

স্মার্ট লক ফিচার

আপনার স্মার্ট লক ফিচারটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করা উচিত। অনেক সময় মোবাইলে পিন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করলেও কিছু কিছু জায়গায় এটা অটোমেটিক লক ছুটে যেতে পারে। আপনার নিজের বাসায় Trusted ডিভাইসের সাথে স্মার্টফোনটি কানেক্ট হলে লক খুলে যেতে পারে। এজন্য স্মার্ট লক ফিচারটি ব্যবহার করুন।

ডিফল্ট মেসেজিং অ্যাপ

আপনার পছন্দের অ্যাপ্লিকেশনটি ডিফল্ট অ্যাপ হিসেবে নির্বাচন করুন। মোবাইলের ট্র‍্যাডিশনাল এসএমএস App  পছন্দ না হলে messenger বা whatsapp আপনি default app হিসেবে নির্বাচন করতে পারেন।

নোটিফিকেশন লগ

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হারিয়ে যাওয়া নোটিফিকেশন সহজে খুঁজে পেতে পারেন। তার জন্য নোটিফিকেশন লগ অপশনে যেতে হবে। গুরুত্বপূর্ণ মেসেজ বা ইমেইল যদি নোটিফিকেশন থেকে চলে যায় তাহলে দুশ্চিন্তা করার কিছু নেই। লগ অপশন থেকে আপনি তা পুনরায় দেখে নিতে পারবেন।

এনিমিশন বন্ধ করা

Android স্মার্টফোনের নানা জায়গায় এনিমেশন ব্যবহৃত হয়ে থাকে। তবে সবাই এনিমেশন পছন্দ করে না। আপনি চাইলে এসব এনিমেশন বন্ধ করে দিতে পারেন। সেটিং Accessibility List থেকে এনিমেশন বন্ধ করে দিন।

ডিসপ্লে বিভাজন করা

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডিসপ্লে কে দুই ভাগে ভাগ করে নিতে পারবেন। আনুভূমিক স্টাইলে বা উলম্ব পদ্ধতিতে ভাগ করা সম্ভব। এতে করে আপনার মাল্টি টাস্কিং এ বিশেষ সুবিধা  পাবেন। আশা করি এখানে আলোচনা করা Android ফিচার আপনার উপকারে আসবে।