অ্যান্ড্রয়েডে অফলাইন ভিত্তিক অ্যাপ এ বিরক্তিকর বিজ্ঞাপন ব্লক করার উপায় কী?

বিরক্তিকর বিজ্ঞাপন

বিজ্ঞাপন বা অ্যাডস কে আমরা বেশিরভাগ মানুষই অপছন্দ করি। ডিজিটাল অ্যাডস আমাদের এই ডিজিটাল লাইফের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আপনি যেখানেই যাবেন সেখানেই অ্যাডস! পছন্দের ইউটিউব ভিডিওতে ক্লিক করা মাত্রই অ্যাডস চলে আসবে! পছন্দের মোবাইল গেমসটি খেলতে খেলতে ইন্টারভালের সময় হঠাৎ অ্যাডস চলে আসে। আবার মোবাইলে ব্রাউজিং করতে গেলে উল্টা পাল্টা অ্যাডস তো আসেই!

বিরক্তিকর বিজ্ঞাপন

দেশে চায়নিজ ব্রান্ডের স্মার্টফোনের ইউজার অনেক বেশি তাই শাওমি, রিয়েলমি, ভিভো ইত্যাদি ডিভাইসের নিজস্ব অ্যাডস তো রয়েছেই।

স্মার্টফোনে বিজ্ঞাপনের কয়েকটি ক্যাটাগরি রয়েছে। আজ সবগুলো ক্যাটাগরি নিয়ে কথা বলবো না। আজ শুধুমাত্র অ্যাপস ভিত্তিক অ্যাড নিয়ে কথা বলার চেষ্ঠা করবো। বাকি ক্যাটাগরি নিয়ে সামনে সময় করে আলাপ হবে।

ধরেন পছন্দের কোনো অ্যাপস নামালেন। ফটো এডিটের অ্যাপসের কথাই ধরলাম। ফটো এডিটের জন্য প্লেস্টোর থেকে অ্যাপটি নামানোর পর প্রতিবার অ্যাপটি চালু করলেই ফুল স্ক্রিণে দারুন সব অ্যাডস চলে আসে! এছাড়াও ফটো এডিট করার পর সেভ করার সময়েও অ্যাডস নিয়ে জ্বালাতনে পড়েন আপনি। অফলাইন ভিত্তিক অ্যাপস এর অ্যাডসকে কিছু পদ্ধতিতে ব্লক করা যায়। চলুন দেখে নেই কিভাবে করবেন।

অফলাইন অ্যাপ

যে যে অ্যাপ আপনার চালানোর সময় ইন্টারনেটের প্রয়োজন হয় না তাদেরকে নেট একসেস ব্লক করে দিন।

আপনি আপনার ডিভাইসের সিস্টেম সেটিংস থেকে অ্যাপের নেট একসেস বন্ধ করে নিতে পারেন। তবে সব ডিভাইসে এটা কাজ করবে না। নিচে রিয়েলমি ডিভাইসে এটা করে দেখানো হলো।

প্রথমে যে অ্যাপের অ্যাড বন্ধ করতে চাচ্ছেন সেটার উপর চাপ দিয়ে ধরে রেখে পপআপ অপশনগুলো বের করে নিন। তারপর App Info অপশনে ট্যাপ করুন।

তারপর ইনফো থেকে Data usage details অপশনে ট্যাপ করুন।

রিয়েলমি ডিভাইসগুলোতে এরকম Disable mobile data, Disable Wifi অপশনগুলো দেওয়া আছে। এই দুটো অপশন চালু করলে ওই অ্যাপটি আর নেটে কানেক্ট হতে পারবে না। তাই আর সে অ্যাপ থেকে বিজ্ঞাপন ছাড়াই ব্যবহার করতে পারবেন।