আন্তর্জাতিক ডেস্ক: অনলাইন প্রতারণার শিকার হয়ে পাঁচ লাখ রুপি (ছয় লাখ ৩৬ হাজার টাকা) হারিয়েছেন মহারাষ্ট্রের থানে শহরের এক বাসিন্দা। টিভিসংক্রান্ত এক জটিলতায় পড়ে চ্যানেল প্রভাইডারদের ফোন করেছিলেন তিনি।
এর পরই আরেকটি নম্বর থেকে ফোন দিয়ে তাকে ‘এনি ডেস্ক’ নামের একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। অ্যাপটি ডাউনলোড করা মাত্রই তাঁর ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ লোপাট হয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করেন তিনি।
সারা বিশ্বের আইটি সেক্টরের পেশাজীবীরা এনি ডেস্ক অ্যাপটি ব্যবহার করে থাকেন। অন্য জায়গায় অর্থাৎ দূরবর্তী স্থানে বসেও গ্রাহকের ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে অ্যাপটি ব্যবহার করা হয়ে থাকে। প্রতারক অ্যাপটির মাধ্যমে ফোনে ঢুকে ব্যাংকিং তথ্য পেয়ে অর্থ হাতিয়ে নেয়। কারো কম্পিউটারে বা ইন্টারনেটে সমস্যা হলে প্রতারকরা তা শনাক্ত করতে পারে এবং ফোন দেয়। নিজেদের নামিদামি কোনো কম্পানির কর্মী হিসেবে পরিচয় দেয় প্রতারকরা। এরপর এনি ডেস্ক অ্যাপ ডাউনলোড করতে বলে।
অ্যাপটির সাপোর্ট পেজে বলা হয়েছে, কখনো কোনো অপরিচিত ব্যক্তিকে ডিভাইসে ঢোকার অনুমতি দেবেন না। কোনো ব্যাংক বা কম্পানি কখনো ফোন করে এনি ডেস্ক সফটওয়্যার ডাউনলোড করতে বলবে না।
সূত্র : ইন্ডিয়া টুডে