অ্যাপলের A16 চিপসেটকে টেক্কা দিতে Snapdragon 8 Gen 2 চিপসেট

Snapdragon 8 Gen 2

Snapdragon 8 Gen 2 এর রিলিজ ডেট সম্পর্কে যা ভাবা হয়েছিল তার থেকে অনেক দ্রুত মার্কেটে আসতে যাচ্ছে। কোয়ালকম চায় যে স্মার্টফোন কোম্পানিগুলো চাইনিজ স্প্রিং ফেস্টিভ্যালের আগেই দ্রুত তাদের সেরা মোবাইল ফোন ডিজাইন করুক ও বাজারে পাবলিশ করুক। তাই ডিসেম্বরের এবং জানুয়ারির পরিবর্তে এই চিপসেট সহ প্রথম মডেলগুলি এই বছর নভেম্বরে পাওয়া যাবে। আজ এক সুপরিচিত চীনা সূত্র জানিয়েছে যে নতুন চিপসেটটি Double Eleven Qualcomm Summit এর পরে প্রকাশ করা হবে।

Snapdragon 8 Gen 2

Motorola এবং Xiaomi এর মধ্যে প্রতিদ্বন্দিতা বেড়েই চলেছে

কোয়ালকম স্ন্যাপড্রাগন এর ফ্ল্যাগশিপ চিপসেট সহ স্যামসাংই প্রথম কোম্পানি যা একটি নতুন স্মার্টফোন তৈরি করেছে।   সুতরাং এই বছর Motorola প্রথম Snapdragon 8 Gen 2 ফোন রিলিজ করবে কিনা তা নিশ্চিত নয়। যদি না হয়, এটি প্রথম দেখা হবে Xiaomi Mi 13 মডেলের স্মার্টফোনে। মটোরোলা ও শাওমি উভই চাচ্ছে নতুন প্রসেসর তাদের স্মার্টফোন দিয়েই বাজারে রিলিজ হোক।

এর আগে মটোরোলা কোম্পানির একজন নির্বাহী কর্মকর্তা জানিয়েছে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন এর প্রসেসরটি তাদের স্মার্টফোনে সর্বপ্রথম ব্যবহার করা হবে। এতে করে সামনে বাজারে আসতে যাওয়া মটোরোলা এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

তাইওয়ান সেমিকন্ডাক্টর মেনুফ্যাকচারার কোম্পানি থেকে নতুন প্রসেসরটি স্যামসাং, শাওমি, মটোরোলা সহ বিভিন্ন কোম্পানি ক্রয় করবে। এই চিপসেটার একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে স্মার্টফোনের ব্যাটারির সক্ষমতা বৃদ্ধি করবে।

Snapdragon 8 Gen 2 চিপসেট এ Power Consumption Optimization নিয়ে বিস্তারিত গবেষণা পরিচালনা করা হয়েছে। নতুন চিপসেটটি আগের সকল কোয়ালকম প্রসেসর থেকে অনেক বেশি Energy Efficient হবে এমনটাই আশা করছে প্রযুক্তিবিদরা।

এর আগে কোয়ালকম 835 চিপসেটটি ২০১৬ সালে রিলিজ করা হয়েছিল। এটি পূর্বের কলকমের চিপসেট থেকে ২৫ পার্সেন্ট বেশি এনার্জি এফিসিয়েন্ট ছিল।

কোয়ালকমের নতুন প্রসেসরটির সাথে প্রতিদ্বন্দ্বিত হবে অ্যাপলের A16 বায়োনিক চিপসেটের সঙ্গে। প্রতিদ্বন্দ্বিতায় কোন চিপসেট সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করবে তা জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।