Advertisement

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ফেসবুক ও অ্যাপলের সম্পর্কটা তেমন বন্ধুত্বপূর্ণ নয়। প্রায়ই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু টেনে এনে অভিযোগ করে থাকে এ দুই প্রযুক্তিদানব। সেই ধারাবাহিকতায় এবার ক্ষুদ্র ব্যবসার ‘শত্রু’ হিসেবে অ্যাপলকে আখ্যায়িত করল বিশ্বের সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম ফেসবুক।
ফেসবুক অ্যাপের ভাইস প্রেসিডেন্ট ফিডজি সিমো এক ব্লগে লিখেছেন, আমরা অ্যাপলকে ৩০ শতাংশ অ্যাপস্টোর কর হ্রাস করতে বা ফেসবুক পে ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য বলেছিলাম, যাতে করোনার কারণে ধুঁকতে থাকা ছোট ব্যবসাগুলোকে সাহায্য করতে পারি। দুর্ভাগ্যক্রমে তারা আমাদের উভয় অনুরোধ উপেক্ষা করেছে। ফলে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের উপার্জিত আয় থেকে ৭০ শতাংশ দিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



