বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যাপলের নতুন Macbook Pro (১৪ ও ১৬ ইঞ্চির দুটি মডেল) বাজারে নিয়ে এলো প্রযুক্তিখাতে দেশের সবচেয়ে বড় রিটেইলার ও অ্যাপল পণ্যের অথরাইজড রিসেলার গ্যাজেট অ্যান্ড গিয়ার।
ম্যাকবুক প্রোর ১৩ ইঞ্চির পাশাপাশি এবার প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে ১৪ ও ১৬ ইঞ্চির দুটি মডেল। যাতে নতুন এম-ওয়ান প্রো এবং এম-ওয়ান ম্যাক্স চিপসেটের পাশাপাশি দেওয়া হয়েছে নতুন কিছু পোর্ট।
এইচডিএমআই পোর্ট এবং এসডি কার্ড রিডার এবার ফিরিয়ে আনা হয়েছে ডিভাইসে। নতুন মডেলে চার্জিংয়ের জন্য যুক্ত হয়েছে ম্যাগসেফ থ্রি কানেক্টর। এছাড়া রয়েছে লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লে, স্পেসিয়াল অডিও সিস্টেম ও স্ট্যান্ডার্ড থান্ডারবোল্ট পোর্টের সাপোর্ট।
৮,৭৯৯ টাকায় Xiaomi এর নতুন স্মার্টফোন
১৪ ইঞ্চি স্ক্রিনের Macbook Pro এর ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি রম সম্পন্ন ভার্সনের দাম ২,১৯,৯৯০ টাকা এবং ১৬ জিবি র্যাম ও ১ টিবি রম সম্পন্ন ভার্সনের দাম ২,৬৯,৯৯০ টাকা। অপরদিকে ১৬ ইঞ্চি স্ক্রিনের ম্যাকবুক প্রো’র ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি রম সম্পন্ন ভার্সনের দাম ২,৫৯,৯৯০ টাকা এবং ১৬ জিবি র্যাম ও ১ টিবি রম সম্পন্ন ভার্সনের দাম ২,৯৫,৯৯০ টাকা। সকল মডেলের Macbook Pro মাসের অ্যাপলের অফিসিয়াল বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সুবিধা রয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে যাত্রা শুরু করা গ্যাজেট অ্যান্ড গিয়ার ২০১৭ সাল থেকে অ্যাপলের অথরাইজড রিসেলার হিসেবে কাজ করে যাচ্ছে। রাজধানী ঢাকায় ২৩টিরও বেশি আউটলেট রয়েছে প্রতিষ্ঠানটির। অনলাইন ও অফলাইন সেবা, দ্রুত ডেলিভারি, ট্রেড-ইন সুবিধা ও অফিসিয়াল ওয়ারেন্টি প্রদান প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।