স্পোর্টস ডেস্ক: গত নভেম্বরে মর্যাদার ব্যালন ডি’অর জিতলেও ফিফা বর্ষসেরা পুরস্কার জিততে পারেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসিকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ জিতে নিয়েছেন রবার্ট লেভানদোস্কি। তবে মেসি না পারলেও পেরেছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুটেলাস। মেয়েদের ব্যালন ডি’অরজয়ী অ্যালেক্সিয়া জিতেছেন মেয়েদের ফিফা বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ও।
গত বছর বার্সার নারী দলের হয়ে স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছিলেন স্প্যানিশ নারী মিডফিল্ডার অ্যালেক্সিয়া। কাতালানদের ট্রেবল জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তাই বর্ষসেরা পুরস্কার তার হাতেই উঠেছে। সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ী হিসেবে অ্যালেক্সিয়ার নাম ঘোষণা করা হয়েছে।
অ্যালেক্সিয়া গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে গোল করেছেন ২৭টি। সতীর্থদের দিয়েও করিয়েছেন আরো ১৯টি। বার্সেলোনার হয়ে জিতেছেন মেয়েদের লা লিগা, কোপা দেল রে ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।