জুমবাংলা ডেস্ক : গুলিস্তানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই যোদ্ধাদের কার্যালয়’ লেখা আরও বড় একটি ব্যানার টানানো হয়েছে। ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগের কার্যালয় থেকে দলটির নেতাকর্মীরা ব্যানার খুলে ফেলার পর নতুন করে এই ব্যানারটি টানানো হয়।
সোমবার (১৯ মে) শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ (সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউ) সরেজমিনে পরিদর্শনের সময় দেখা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের ছবি সংবলিত একটি নতুন ব্যানার টাঙানো রয়েছে।
এ বিষয়ে সামনের নাম প্রকাশ না করার শর্তে একজন ক্ষুদ্র ব্যবসায়ী কালবেলাকে বলেন, সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে একদল যুবক আওয়ামী লীগের কার্যালয়ে নতুন এই ব্যানারটি টানিয়ে রেখে চলে যায়।
তিনি আরও বলেন, গত রোববার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের সময় দলের কেন্দ্রীয় কার্যালয়ে টানানো জুলাই যোদ্ধাদের আগের ব্যানার খুলে ফেলা হয়। পরবর্তীতে ‘জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়’ লেখা ব্যানারটি আবার কে বা কারা আগের জায়াগায় টানিয়ে রাখে। সোমবার সেই ব্যানারের পাশে নতুন করে আরও বড় একটি ব্যানার টাঙানো হয়।
দেখা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই যোদ্ধাদের কার্যালয় লেখা দুটি ব্যানার টানানো। অপেক্ষাকৃত ছোট ব্যানারে এই কার্যালয়কে ‘জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ঠিকানা হিসেবে লেখা রয়েছে ২৩, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, মতিঝিল, ঢাকা।
অন্যদিকে, নতুন ব্যানারে লেখা রয়েছে ‘জুলাই যোদ্ধাদের কার্যালয়’ হিসেবে। এতে ঠিকানা হিসেবে ২৩, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, পল্টন থানা লেখা রয়েছে। নতুন ব্যানারে আহত-নিহত জুলাই যোদ্ধাদের ছবির সঙ্গে যোগ করা হয়েছে ‘আমরা তোমাদের ভুলব না’ স্লোগান।
জানা গেছে, গত শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরের দেয়ালে দুটি ব্যানার টানানো হয়। তবে এই ব্যানার কারা টানিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর ঠিক দু’দিন পর, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই ব্যানার দুটি খুলে ফেলেন। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ জনকে গ্রেপ্তার করে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কেন্দ্রীয় কার্যালয় ভবনটিতে আগুন দেওয়া হয়, চলে লুটপাট। তখন থেকে বহুতল ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এমনকি স্থানীয়রা ভবনটির নিচতলা গণশৌচাগার হিসেবে ব্যবহার শুরু করে। রাতে আশ্রয় গ্রহণ করে ভবঘুরেরা। দশ তলাবিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি ২০১৮ সালের ২৩ জুন উদ্বোধন করেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।
বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে : উপদেষ্টা আসিফ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।