বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের না জানিয়ে ত্রাণ দিতে যাওয়ায় তা বিতরণে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। রোববার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রামারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হাসানাত জাপান জানান, তিনি ত্রাণ বিতরণ করতে গেলে ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন ভূইয়ার ছেলে নাঈম ভূইয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে বাধা দেন।
কারণ জানতে চাইলে, ত্রাণ বিতরণের খবর ওয়ার্ড আওয়ামী লীগের কেউ আগে কেন জানতে পারলো না এ নিয়ে পাল্টা প্রশ্ন করা হয় চেয়ারম্যানকে। এরপর ৮৪ প্যাকেট ত্রাণ, বাধাদানকারীরা নিজেদের নিয়ন্ত্রণে নেয় বলে দাবি চেয়ারম্যানের।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন ভূইয়া জানান, কারা ত্রাণ পাওয়ার যোগ্য এবং ত্রাণ ‘মিসইউজ’ হচ্ছে কিনা স্থানীয় আওয়ামীলীগ নেতা হিসেবে তা জানতে চাওয়া বা তদারকি করা অন্যায় নয়। ত্রাণ ছিনতাই করা হয়নি বরং আমরা সুষ্ঠুভাবে সেই ত্রাণগুলো বিতরণ করেছি।
এ ব্যাপারে কয়েকবার চেষ্টা করেও মুঠোফোন না ধরায় বক্তব্য জানা যায়নি মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তার।
তবে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, সাংবাদিক পরিচয়দানকারী জনৈক ব্যক্তি আঠারো প্যাকেট ত্রাণের একটি তালিকা দিয়েছিলো ইউএনও’র কাছে। সেই ত্রাণ ইউএনওর অনুরোধে পৌঁছে দিতে যায় স্থানীয় চেয়ারম্যান। প্রকৃত কর্মহীন ও নিম্ন আয়ের মানুষেরা ত্রাণ পাচ্ছে কিনা তা তদারক করতে চায় স্থানীয় জনতা এবং এ বিষয় নিয়ে স্থানীয় চেয়ারম্যানের সাথে তাদের বচসা হয়, তবে এর বেশি কিছু জানা নেই বলে দাবি করেন জেলা প্রশাসক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।