জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেতে যাচ্ছেন বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সংসদ সদস্য। তাঁদের রাখা হচ্ছে সম্পাদকমণ্ডলীসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে। গত ২০ ও ২১ ডিসেম্বর দলটির জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে আংশিক কমিটি গঠনের পর আজ বৃহস্পতিবার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আওয়ামী লীগের একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে।
সূত্রগুলো জানায়, আওয়ামী লীগের একটি সাংগঠনিক সম্পাদক পদে উত্তরবঙ্গের একজন সংসদ সদস্যকে আনা হচ্ছে। অর্থ-সম্পাদক পদ পেতে যাচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান; তিনি দলের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য প্রয়াত আতাউর রহমান খানের মেয়ে। আতাউর রহমান আওয়ামী লীগের দুঃসময়ে চট্টগ্রামের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
কার্যনির্বাহী সংসদের সদস্য হতে যাচ্ছেন জাতীয় নেতা প্রয়াত সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বোন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি। এ তালিকায় আরো আছেন সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, ফজিলাতুন্নেসা বাপ্পী ও আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। সানজিদা খানম ঢাকা-৪ আসন থেকে ২০০৮ সালে সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালের নির্বাচনের পর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হন। তাঁদের সঙ্গে কার্যনির্বাহী সংসদের সদস্য হতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সাবেক নেত্রী আমেনা কোহিনূরও।
কমিটিতে যুক্ত হতে যাচ্ছেন পটুয়াখালীর একজন সাবেক সংসদ সদস্য। একাধিকবার নির্বাচিত এ সংসদ সদস্যের আসনে বিশেষ কারণে এবারে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়।
সূত্রগুলো জানায়, গতকাল রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন নেতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তাঁরা দলীয় প্রধানের সঙ্গে কমিটি ঘোষণার প্রসঙ্গে আলোচনা করেন। আজ দুপুরের দিকেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার কথা রয়েছে।
গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৪২ সদস্যের নাম ঘোষণা করা হয়। এখনো দলটির ৩৯ পদে নেতৃত্ব নির্বাচন বাকি রয়েছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.