সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছয় ও ঘিওরের ছয় ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হওয়ায় দলীয় ২০ নেতা-কর্মীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হওয়ায় সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের মোশারফ হোসেন ও গাজী মোহাম্মদ আব্দুল হাই; দিঘুলিয়ার এ টি এম আব্দুল জলিল ও মো. মতিউর রহমান; সদর ইউনিয়নের মো. আব্দুল গফুর; ফুকরিহাটির মো. লিয়াকত হোসেন লাবু; তিল্লীর মো. আব্দুল লতিফ, অ্যাডভোকেট মো. কামরুল হাসান এবং বারিয়াটি ইউনিয়নের দুই সহোদর মো. সোহেল আহমদ চৌধুরী ও মো. আনিসুর রহমান চৌধুরী বহিষ্কার করা হয়েছে।
এদিকে, ঘিওর উপজেলার ছয় ইউনিয়নের আরও ১০ বিদ্রোহী প্রার্থীকে দলীয়ভাবে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- সদর ইউনিয়নের মো. অহিদুল ইসলাম; বানিয়াজুরীর মো. খলিলুর রহমান; বালিয়াখোড়ার মালেক দেওয়ান; পয়লার মুন্নু দেওয়ান, আব্দুল লতিফ লতা ও শফিক মৃধা; নালী ইউনিয়নের আব্দুল কাদের বিশ্বাস ও দিলশাদ খান দেলোয়ার; সিংজুরীর আসাদুর রহমান মিঠু ও আব্দুর রশিদকে বহিষ্কার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।