Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home আইআইইউসি’র মতো সুন্দর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুব কমই দেখেছি
    ক্যাম্পাস জাতীয় শিক্ষা

    আইআইইউসি’র মতো সুন্দর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুব কমই দেখেছি

    November 16, 2022Updated:November 16, 20223 Mins Read

    চট্টগ্রাম প্রতিনিধি: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে (আইআইইউসি) প্রবাহমান ঘোড়ামরা খালে সুপেয় পানির জলাধার নির্মাণ ও সৌন্দর্য্যবর্ধনে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্প আজ (১৬ নভেম্বর) পরিদর্শন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক শামীম।

    প্রকল্প পরিদর্শনের পর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সেন্ট্রাল অডিটোরিয়ামে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে আমার আসতে দেরি হলেও আজ এসেছি, এত সুন্দর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমি খুব কমই দেখেছি।’

    তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সাহেব আমার সুহৃদ, আমি তাঁকে প্রতিশ্রুতি দিতে চাই আমি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবাহিত ঘোড়ামরা খালে সুপেয় পানির জলাধার নির্মাণ ও সৌন্দর্য্যবর্ধনে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্পটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়িত হয়ে যাবে ইনশাআল্লাহ।’

    এনামুল হক শামীম আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে আজকে শিক্ষা ও প্রযুক্তির মান এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে, বাংলাদেশের শিক্ষার্থীরা আজ হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে।’

    আইআইইউসির নারী শিক্ষিকা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজকের নারীরা কেবল প্রেরণা দেয় না, আজকের নারীরা দেয় নেতৃত্ব।’

    বক্তব্যের এক পর্যায়ে উপমন্ত্রী বলেন, ‘আমাদের সময় আমরা স্কুলে বছরের প্রথম ছয়মাস বড় ভাইবোনদের পুরোনো বই পড়তাম, এরপর হয়তো নতুন বই আসতো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ২০৪১ সাল পর্যন্ত যে পরিকল্পনা নিয়েছে তার মধ্যে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়।’

    সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যে স্বপ্নের বীজ বপন করে গিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার বাস্তবায়ন করে যাচ্ছেন। এ সরকারের দায়িত্বশীল ব্যাক্তিরা যে কথা দেন, সেই কথা তারা রাখেন। তাই আমরা বিশ্বাস করি মাননীয় উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক শামীম এমপি আমাদের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন।’

    তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে একবার প্রশ্ন রাখা হয়, কেউ সকালে ঘুম থেকে উঠে চা খুজেন কিংবা কেউ পত্রিকা খুজেন। আপনি সকালে ঘুম থেকে উঠে কি খুজেন? উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, তিনি সকালে উঠে জায়নামাজ খুজেন। এর থেকে বুঝা যায় তিনি কতটা ধর্ম পরায়ন। অতএব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ধর্মীয় উস্কানিমূলক অপপ্রচারে কান দিবেন না।’

    উক্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, আইআইইউসি বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. দীন মোহাম্মদ, আইআইইউসির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও বিওটি সদস্য ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী, আইআইইউসি ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান ও বিওটি সদস্য রিজিয়া রেজা চৌধুরী, আইআইইউসির ইন্টারনাল অডিট কমিটির চেয়ারম্যান ও বিওটি সদস্য প্রফেসর ড. মো. ফসিউল আলম, আইআইইউসির রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান জনাব এস এম আল মামুন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী মোঃ রমজান আলী, সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, সীতাকুন্ড থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবদুর রহিম সরকার।

    আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আইআইইউসির ফ্যাকাল্টি ডীনবৃন্দ, ডিপার্টমেন্টের চেয়ারম্যানবৃন্দ, আইআইইউসির শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ।

    আলোচনা সভা শেষে উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরী পরিদর্শন করেন। এর আগে সকালে আইআইইউসি ক্যাম্পাস পরিদর্শনকালে তিনি প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ করেন।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আইআইইউসি’র কমই ক্যাম্পাস খুব জাতীয় দেখেছি বিশ্ববিদ্যালয় মতো শিক্ষা সুন্দর
    Related Posts
    চট্টগ্রাম বন্দরকে বিশ্ব

    চট্টগ্রাম বন্দরকে বিশ্ব মানের সমুদ্রবন্দরে রূপান্তরিত করার আশাবাদ প্রধান উপদেষ্টার

    May 14, 2025
    কালুরঘাট সেতুর

    কালুরঘাট সেতুর নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা

    May 14, 2025
    ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার

    ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় ৩ অভিযুক্ত গ্রেপ্তার

    May 14, 2025
    সর্বশেষ সংবাদ
    Xiaomi Mix Fold 4
    Xiaomi Mix Fold 4: Price in Bangladesh & India with Full Specifications
    শাবনূর
    দুঃসংবাদ দিলেন চিত্রনায়িকা শাবনূর
    Huawei P70 Pro
    Huawei P70 Pro: Price in Bangladesh & India with Full Specifications
    মানিকগঞ্জে ভ্যাট ফাঁকির অভিযোগে ১৩ লাখ টাকার সিগারেট জব্দ
    Lava Blaze Curve 5G
    Lava Blaze Curve 5G: Price in Bangladesh & India with Full Specifications
    আ.লীগের সাবেক ৭ মন্ত্রী
    আ.লীগের সাবেক ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেপ্তার
    iPhone
    iPhone SE 4: Price in Bangladesh & India with Full Specifications
    নিবন্ধন ও প্রতীক
    নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন
    Huawei Mate 70 Pro
    Huawei Mate 70 Pro: Price in Bangladesh & India with Full Specifications
    Nokia Magic Max
    Nokia Magic Max: Price in Bangladesh & India with Full Specifications
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.