আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের এ ঘোষণা দেন।
স্টিভেন মানুচিন বলেন, আইআরজিসি, হিজবুল্লাহ ও হামাসের কয়েকজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
এসময় মানুচিন আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ যে সিদ্ধান্ত নিয়েছেন তার সঙ্গে তিনি একমত।
উল্লেখ্য, মার্কিন অর্থ মন্ত্রণালয় এখন পর্যন্ত বহুবার আইআরজিসি, হিজবুল্লাহ ও হামাসের বহু কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সূত্র: আল-জাজিরা, পার্স টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।