সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্ট আইএল টি–টোয়েন্টির চতুর্থ আসরে দল পেলেন বাংলাদেশের বামহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আজ তাকে বদলি খেলোয়াড় হিসেবে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে দুবাই ক্যাপিটালস।

এর ফলে এবারের আসরে বাংলাদেশের খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল তিনজন। আগেই নিলাম থেকে সাকিব আল হাসানকে নিয়েছে মুম্বাই এমিরেটস এবং তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে শারজা ওয়ারিয়র্স।
২০২৩ সালে শুরু হওয়া আইএল টি–টোয়েন্টির চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ২ ডিসেম্বর। মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে গত আগস্টে মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে নেওয়ার ইঙ্গিত দিয়েছিল দুবাই।
তবে নিলামের আগে গত ১ অক্টোবর দুবাই নতুন করে জানায়, মোস্তাফিজ আর তাদের দলে নেই। বদলি হিসেবে ঘোষণা করা হয় পাকিস্তানের হায়দার আলীর নাম।
দুই মাস পর আজ আবার নতুন পোস্টে দুবাই ক্যাপিটালস জানায়, আইএল টি–টোয়েন্টির চতুর্থ আসরে জিএম রিতেশের বদলি হিসেবে খেলবেন মোস্তাফিজ।
আসর চলবে ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। তবে মোস্তাফিজের অংশগ্রহণ এখনো নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (NOC) এর ওপর। কারণ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই শুরু হওয়ার কথা বিপিএলের দ্বাদশ আসর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



