মিথ্যা তথ্য দেওয়ায় আইনজীবীর সনদ বাতিল

বার কাউন্সিল

জুমবাংলা ডেস্ক : ১৯৯৭ সালে মিথ্যা তথ্য দিয়ে বার কাউন্সিলের এনরোলমেন্ট সনদ গ্রহণ ও নিযুক্ত হওয়া আইনজীবী সরকার অসিম কুমারের সদস্যপদ বাতিল করা হয়েছে।
বার কাউন্সিল
রবিবার (৪ সেপ্টেম্বর) বারের সচিব মো. আফজাল উর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘উল্লিখিত সূত্র ও বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে, আপনি ১৯৯৪ সালের ৮ আগস্ট পুলিশের এসআই পদ থেকে ডিসমিস হওয়া সত্ত্বেও ‘সরকারি চাকরি থেকে চাকরিচ্যুত হন নাই’ মর্মে মিথ্যা হলফনামা সহকারে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অংশ গ্রহণ করেন। ওই পরীক্ষার ‘ফর্মের’ ১০ নম্বর কলামে ‘সরকারি চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছিলেন কিনা’ প্রশ্নে ‘না’ লিখে মিথ্যা তথ্য প্রদান করে ১৯৯৭ সালের ৬ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিল হতে সনদ গ্রহণ করেন।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এর পরিপ্রেক্ষিতে উদ্ভূত কমপ্লেইনড ফাইল নম্বর ১৫/২০১৯ এর ধারাবাহিকতায় বার কাউন্সিল রুলস ৬২(৫) ধারার বিধান অনুযায়ী, বার কাউন্সিল হতে আপনার বরাবর কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তিন্তু আপনার জবাব বার কাউন্সিলের গ্রহণযোগ্য না হওয়ায়, বার কাউন্সিলের ২০১৯ সালের ২ নভেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক আপনার বার কাউন্সিলের সনদ (নং ৬৪৪৪, ঢাকা আইনজীবী সমিতি, এনরোলমেন্টের তারিখ ০৬-০৮-১৯৯৭) বিধি মোতাবেক বাতিল করা হলো।’

বিদেশ ভ্রমণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী