জুমবাংলা ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শনিবার ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ)-এর ১৪১তম সম্মেলনে অংশ নিতে বেলগ্রেডে পৌঁছেছেন।
তিনি নিকোলা টেসলা বিমান বন্দরে পৌঁছালে রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এসময় স্পীকারকে স্বাগত জানান।
আগামী ১৩-১৭ অক্টোবর সার্বিয়ার বেলগ্রেডে ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ)-এর ১৪১তম সম্মেলন এবং আইপিইউ সংশ্লিষ্ট মিটিং অনুষ্ঠিত হবে।
সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর -ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, মোঃ হাবিবে মিল্লাত, ফাহমী গোলন্দাজ বাবেল, আবদুস সালাম মূর্শেদী, পীর ফজলুর রহমান, সুবর্ণা মুস্তাফা, শবনম জাহান এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলগ্রেডে ১৪০টি দেশের ৭০ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকারসহ ৭০০ এর অধিক সংসদ সদস্য সংসদীয় গণতন্ত্রের অন্যতম বৃহত্তম এ সম্মেলনে অংশ নিবেন, যার ৩০ শতাংশ নারী সংসদ সদস্য এবং ১৭ শতাংশ তরুণ সংসদ সদস্য যাদের বয়স ৪৫ বছরের নিচে।
আগামী ১৭ অক্টোবর স্পিকার দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।