স্পোর্টস ডেস্ক: আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্ব। আর সেই টুর্নামেন্ট শুরুর আগেই শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে দুষ্মন্ত চামিরা ও টিম ডেভিডকে দলে এনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)।
আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে বিদেশিদের নিয়ে বড় সমস্যায় পড়েছিল। বিপাকে পড়ে নতুন বিদেশিদের সই করিয়েছে আরসিবি। ব্যক্তিগত কারণ দেখিয়ে আরসিবি’র কোচের দায়িত্বও ছাড়েন সাইমন কাটিচ।
অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পার বদলে নেওয়া হয়েছে স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। ফিন অ্যালেনের পরিবর্তে নেওয়া হয়েছে টিম ডেভিডকে।
সিঙ্গাপুরের জাতীয় দলে খেলেন অষ্ট্রেলীয় বংশোদ্ভূত অলরাউন্ডার টিম ডেভিড। বিগ ব্যাশ লিগে পার্থ স্কচার্স, হোবার্ট হ্যারিকেনে খেলার পাশাপাশি পাকিস্তানের পিএসএলে লাহোর কালান্দারস দলেও খেলেছেন ডেভিড। সম্প্রতি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel