স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে সেপ্টেম্বরের শেষ দিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করার চিন্তা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
দুবাই, শারজা এবং আবুধাবিকে ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে। ভারত সরকারের অনুমিত পেলেই চূড়ান্ত সূচি ঘোষণা করবে বিসিসিআই।
তবে তার আগে বোর্ড, আইপিএল গর্ভনিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনেকগুলো কাজ বাকি আছে। তার মধ্যে অন্যতম বিমানে করে ক্রিকেটারদের আনা নেওয়া। বিসিসিআই তাই এরই মধ্যে ইমারেটস এবং ইতিহাদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিসিসিআই।
এছাড়া ফ্র্যাঞ্চাইজি, বিসিসিআই কর্মকর্তা ও আইপিএল কর্তৃপক্ষের সংযুক্ত আরব আমিরাতে যেতে হবে। সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।
কিন্তু ভারত সরকার ৩১ জুলাই পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ফ্র্যাঞ্চাইজি মালিকরা তাই ইমেরেটস ও ইতিহাদের সঙ্গে আলোচনা করছে কবে নাগাদ তাদের বিমান চলাচল স্বাভাবিক হবে জানতে।
এছাড়া বিমান কর্তৃপক্ষ মুম্বাই, দিল্লি এবং কলকাতার মতো শহরে বিমান চলাচলের ব্যাপারে কি ভাবছে সে ব্যাপারেও খোঁজ-খবর নিচ্ছে আইপিএল ক্লাবগুলো।
এছাড়া আরব আমিরাতের যে তিন ভেন্যুতে খেলা হবে সেখানে ক্রিকেটারদের থাকার জন্য হোটেল ঠিক করার ব্যাপারে বিসিসিআইয়ের সঙ্গে সমন্বয় করতে চায় ক্লাবগুলো। তাতে করে খরচ কম হবে বলে জানিয়েছে এক ক্লাব কর্মকর্তা। বিসিসিআই এবং ক্লাব মালিকেরা সরকারের ছাড়পত্র পাওয়ার আগে এই বিষয়গুলো ঠিক করতে কাজ করে যাচ্ছেন।
প্রসঙ্গত, প্রাথমিকভাবে সেপ্টেম্বরের ২৬ থেকে নভেম্বরের ৭ তারিখ পর্যন্ত হতে পারে আইপিএলের ১৩তম আসর। কোভিড-১৯ ভারতে প্রকট আকার ধারণ করায় সেখানে আইপিএল আয়োজন সম্ভব হচ্ছে না। আইপিএল আয়োজন করতে না পারলে বিশাল অঙ্কের রাজস্ব হারাতে হবে বিসিসিআইকে। একারণেই বিকল্প ভেন্যুতে আইপিএল আয়োজনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিসিআই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।