স্পোর্টস ডেস্ক: গেল মার্চে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্রিকেট বন্ধ হয়ে যাবার পর থেকেই জল ঘোলা হতে থাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আয়োজন নিয়ে।
কিন্তু সোমবার (২০ জুলাই) এবছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে স্থগিত হয়ে যাওয়ার পর আইপিএলের পথ পুরোপুরি পরিষ্কার হয়ে যায়।
আর এর পর থেকেই কোভিড-১৯ এর কারণে ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজনের জন্য সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, কবে আইপিএল শুরু হবে তা এখনও চূড়ান্ত করা বাকি। হয়তো সেপ্টেম্বরের কোনও এক সময়। এমিরেটস ক্রিকেট বোর্ড আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের জন্য আমাদের দরকার সরকারের অনুমতি।
অবশ্য ক্রিকইনফো জানিয়েছে, সেপ্টেম্বরের ২৬ থেকে নভেম্বরের ৭ তারিখ পর্যন্ত হতে পারে আইপিএলের ১৩তম আসর। সরকারের অনুমোদনের ব্যাপারে আশাবাদী প্যাটেল। দশ দিনের মধ্যেই আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
এদিকে আইপিএল দর্শকশূন্য মাঠে হবে কি না তা সংযুক্ত আরব আমিরাতের সরকারের ওপর নির্ভর করছে। এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিল বিসিসিআই। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দেওয়ায় আইপিএল আয়োজনের সম্ভাবনা এখন উজ্জ্বল।
প্রসঙ্গত, কোভিড-১৯ ভারতে প্রকট আকার ধারণ করায় সেখানে আইপিএল আয়োজন সম্ভব হচ্ছে না। আইপিএল আয়োজন করতে না পারলে বিশাল অঙ্কের রাজস্ব হারাতে হবে বিসিসিআইকে। একারণেই বিকল্প ভেন্যুতে আইপিএল আয়োজনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিসিআই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।