স্পোর্টস ডেস্ক : কোটিপতি লিগ হিসেবেই পরিচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিলামে প্রত্যাশার চেয়েও যদি কোনো ক্রিকেটার কম মূল্য পেয়ে সরে দাঁড়ান, তাহলে ২ বছরের জন্য নির্বাসিত হবেন।
আইপিএলের প্রতি আসর শুরুর আগেই বেশ কয়েকজন ক্রিকেটারকে ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিতে দেখা যায়। বিদেশি ক্রিকেটারদের মধ্যে এ প্রবণতা সবচেয়ে বেশি। নিলামে পছন্দমতো দাম না পেলেই এমনটি করেন তারা।
বিদেশি তারকাদের এমন প্রবণতার কারণে ক্ষতিগ্রস্ত হয় ফ্র্যাঞ্চাইজি মালিকরা। এ সমস্যার সমাধানে কড়া পদক্ষেপ নিতে কার্যত বাধ্য হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
আইপিএল ২০২৫ সালের নিলামের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড যে নির্দেশিকা জারি করেছে, তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, যদি কোনো ক্রিকেটার নিলামে দল পাওয়ার পরে টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নেন, তাহলে পরের ২ মৌসুমে আইপিএল খেলতে পারবেন না। এমনকি নির্বাসিত থাকাকালীন নিলামেও অংশ নিতে পারবেন না।
আইপিএলের সবশেষ আসরে ইংল্যান্ডের একাধিক ক্রিকেটার নিলামের পর টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। এতে সমস্যায় পড়ে যায় ফ্র্যাঞ্চাইজি মালিকরা।
এবার সাকিবকে মাশরাফির পথ দেখালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
কলকাতা নাইট রাইডার্সের দুই ব্রিটিশ তারকা গাস অ্যাটকিনসন ও জেসন রয় ইন্ডিয়ান প্রিমিয়র লিগ থেকে নাম তুলে নেন। লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড ও ডেভিড উইলি সরে দাঁড়ান। দিল্লি ক্যাপিটালসের হ্যারি ব্রুক আইপিএল খেলতে আসবেন না বলে জানিয়ে দেন। রাজস্থান রয়্যালসের অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম জাম্পাও শেষ পযর্ন্ত আইপিএল খেলতে যাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।