স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী আইপিএলের মেগা নিলাম আয়োজন। প্রথম দিন শেষে সোমবার আবার টাকার থলি নিয়ে খেলোয়াড় শিকারে নামবে দলগুলো।
প্রতিটি দল নিলামে সর্বোচ্চ ১২০ কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে। বেশ কয়েকটি দল নিলামের আগে খেলোয়াড় কেনায় বড় একটি অঙ্ক খরচ করে। গতকালের নিলামে তারা তুলনামূলক কম খেলোয়াড় কেনে। অন্যদিকে পাঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়ান্টরা প্রথমদিনের কেনাকাটায় যথেষ্ট ব্যয় করেছে। শেষ দিনের নিলামে আজও হবে খেলোয়াড় কেনা। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড়কে নিতে পারবে। এর আগে কোন দলের কাছে কত অর্থ আছে, সেটি একবার দেখে নেওয়া যাক।
চেন্নাই সুপার কিংস
এখন পর্যন্ত মোট ১৬ জন খেলোয়াড় নিয়েছে চেন্নাই। ১২ জন ভারতীয়, চারজন বিদেশি। চেন্নাইয়ের হাতে এখনও আছে ১৫ কোটি ৬০ লাখ রুপি।
দিল্লি ক্যাপিটালস
মোট ১৭ জন খেলোয়াড় আছে দিল্লির ডেরায়। ১৩ জন ভারতীয়, চারজন বিদেশি। দলটির কাছে এখনও বাকি আছে ১৩ কোটি ৮০ লাখ রুপি।
গুজরাট টাইটান্স
দিল্লির মতো গুজরাটেও আছে ১৭ জন খেলোয়াড়। ১৪ জন ভারতীয়, তিনজন বিদেশি। ফ্র্যাঞ্চাইজিটির হাতে আছে ১৭ কোটি ৫০ লাখ রুপি।
কলকাতা নাইট রাইডার্স
মোট ১৮ জন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে কলকাতা। যেখানে ভারতীয় ১৩ জন, বিদেশি পাঁচজন। শেষ দিনের কেনাকাটায় কলকাতা আজ খরচ করতে পারবে ১০ কোটি পাঁচ লাখ রুপি।
লখনৌ সুপার জায়ান্ট
১২ জন ভারতীয় ও চারজন বিদেশি নিয়ে এখন পর্যন্ত ১৬ জনকে নিতে পেরেছে লখনৌ। শেষ দিন বাকিদের দলে নিতে তাদের কাছে আছে ১৪ কোটি ৮৫ লাখ রুপি।
মুম্বাই ইন্ডিয়ান্স
৯ ভারতীয় ও একজন বিদেশি নিয়ে মাত্র ১০ জনকে দলে নিতে পেরেছে মুম্বাই। আজ অবশ্য খেলোয়াড় কেনার জন্য তাদের কাছে ২৬ কোটি ১০ লাখ রুপি আছে।
পাঞ্জাব কিংস
নিলামের প্রথম দিনে চমক দেখানো প্রীতি জিনতার পাঞ্জাব মোট ১৪ জনকে দলে নিয়েছে। ১২ জন ভারতীয়, দুইজন বিদেশি। আজ তারা খরচ করতে পারবে ২২ কোটি ৫০ লাখ রুপি।
রাজস্থান রয়্যালস
১৫ জন খেলোয়াড়কে দলে নিতে পেরেছে রাজস্থান। ১১ জন ভারতীয়, বিদেশি চারজন। আজকের জন্য তারা বাঁচিয়ে রেখেছে ১৭ কোটি ৩৫ লাখ রুপি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিরাট কোহলির দলের কাছে সবচেয়ে বেশি অর্থ আছে। আজ তারা খরচ করতে পারবে ৩০ কোটি ৬৫ লাখ রুপি। ৯ জন ভারতীয় ও তিনজন বিদেশি মিলিয়ে ১২ জনকে দলে নিয়েছে বেঙ্গালুরু।
সানরাইজার্স হায়দরাবাদ
মোট ১৭ জন খেলোয়াড়কে কিনেছে হায়দরাবাদ। ১৩ জন ভারতীয়, চারজন বিদেশি। আজ খরচের জন্য সবচেয়ে কম অর্থ তাদের কাছে। ৫ কোটি ১৫ লাখ রুপি নিয়ে নিলামে অংশ নেবে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।