স্পোর্টস ডেস্ক: এবছর আইপিএল যদি মাঠে না গড়ায় তবে সমস্যায় পড়বেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এমনটাই মনে করছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য মদন লাল।
মহামারী করোনাভাইরাসের জন্য চলতি বছরের আইপিএল এখন প্রশ্নের মুখে। মেগা টুর্নামেন্টের বল যদি শেষ পর্যন্ত না গড়ায়, তা হলে সমস্যায় পড়ে যাবেন ভারতের সাবেক এই অধিনায়ক।
মদন লাল বলছেন, ধোনি বিশ্বকাপের পর থেকে কোনো ম্যাচ খেলেনি। আইপিএল যদি না হয়, তা হলে ধোনির সমস্যা আরও বাড়বে। ধোনিকে নিয়ে ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলি কিংবা টিম ম্যানেজমেন্ট কী ভাবছে তা আমার ঠিক জানা নেই। তবে ধোনির কথা বিবেচনা করতে হলে তো আগে তাকে খেলতে হবে, তাই না?
গত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার খেলেছিলেন ধোনি। তার পরে আরও কোনো ম্যাচে দেখা যায়নি তাকে। ধোনিকে নিয়ে চলছিল জল্পনা। এবারের আইপিএল ভারতের সাবেক অধিনায়কের ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি মঞ্চ ছিল।
মদন লাল বলেন, নির্বাচকরা চান ধোনি আগে খেলুক। তার পরে তারা ধোনিকে নির্বাচন করবেন। আমার মনে হয় ধোনি কী ভাবছে, তা তাকেই জানানো উচিত। তাহলে ওর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে নির্বাচকদের পক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।