আইপিএলে এবার একই দলে মেসি ও রামোস!

মেসি ও রামোস

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লিগের সুদিনে রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস এবং বার্সেলোনার লিওনেল মেসির লড়াইটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন সমর্থকরা। দুজনের মাঝে ছিল ভীষণ ‘শত্রুতা’। ক্লাব ফুটলের সৌজন্যে দীর্ঘদিনের সেই শত্রুতা ঘুচে রামোস আর মেসি এখন ‘বন্ধু’। মানে একই দল পিএসজিতে খেলেন।

মেসি ও রামোস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পঞ্চদশ আসরের নিলামেও এমন দুই চিরশত্রু এক হতে যাচ্ছেন। নিলামের সৌজন্যে তাদেরকে খেলতে হবে একই দলে।

তাদের শত্রুতা সম্পর্কে ধারণা পেতে ফিরে যেতে হবে তিন বছর আগে। ২০১৯ আইপিএলে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তখন তিনি কিংস ইলেভেন পাঞ্জাবে খেলতেন। আইপিএলের একটি ম্যাচে রাজস্থান রয়্যালসের জস বাটলারকে মানকড় আউট করে তোলপাড় ফেলে দিয়েছিলেন অশ্বিন। মানকড় আউট ক্রিকেটে স্বীকৃত, কিন্তু তুমুল বিতর্কিত। অনেকেই মনে করেন, মানকড় আউট করা মানে ক্রিকেটীয় চেতনার ওপর আঘাত করা। সেই থেকে অশ্বিন-বাটলার চিরশত্রু।

সেই মানকড় আউট নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল পুরো ক্রিকেটবিশ্ব। পক্ষে-বিপক্ষে প্রচুর কথা হয় এবং বিষয়টি মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) পর্যন্তও গড়ায়। অশ্বিন-বাটলারও তুমুল তর্ক করেছিলেন। কিন্তু আইপিএলের সৌজন্যে এবার তারা বন্ধু হতে বাধ্য। আসন্ন আসরে দুজন খেলবেন সতীর্থ হিসেবে রাজস্থান রয়্যালসের জার্সিতে। কাল আইপিএল নিলামের প্রথম দিনে অশ্বিনকে পাঁচ কোটি রুপিতে কিনে নেয় রাজস্থান।

মসজিদ নির্মাণ করলেন অনন্ত জলিল

দুই ‘শত্রু’র একই দলে খেলা নিশ্চিত হতেই রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে অশ্বিন-বাটলারের মধ্যে বন্ধুত্ব স্থাপনের আহ্‌বান জানিয়ে টুইট করা হয়। এছাড়া বীরেন্দ্র শেবাগ টুইট করেন, ‘হা হা হা, অশ্বিন রাজস্থানে! বাটলারের সঙ্গে যোগসাজশ করে তার মানকড় আউট করা দেখতে ভালোই লাগবে। ‘ অশ্বিন নিজেও এক ভিডিওবার্তায় বলেন, ‘সবাই কেমন আছেন? দিনের আগের ভাগে রাজস্থান আমাকে দলে টেনেছে। খুবই ভালো লাগছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, জসের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করতে পারব।