স্পোর্টস ডেস্ক: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতের ম্যাচে দিল্লি ক্যাপিট্যালসকে ১ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আর এ জয়ে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বিরাট কোহলির দল।
ব্যাঙ্গালুরুর জয়ের এই ম্যাচে ৪২ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। এই ইনিংস খেলার পথে আইপিএলে ষষ্ঠ ও দ্বিতীয় বিদেশি ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
তবে একটি জায়গায় সবাইকে ছাড়িয়ে গেছেন ডি ভিলিয়ার্স। বলের হিসেবে এই মাইলফলকের ক্ষেত্রে তিনিই দ্রুততম।
আইপিএল ক্যারিয়ারে ৫ হাজার রান পূরণ করতে ডি ভিলিয়ার্সের লেগেছে মাত্র ৩২৮৮টি বল। অজি তারকা ডেভিড ওয়ার্নারের চেয়ে প্রায় ৩০০ বল কম খেলেই ৫ হাজার রান করে ফেলেছেন ডি ভিলিয়ার্স। ভারতের অধিনায়ক বিরাট কোহলি ৩৮২৭ বল খেলে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন।
আইপিএলে দ্রুততম ৫ হাজার রান (বলের হিসেবে)
১) এবি ডি ভিলিয়ার্স- ৩২৮৮ বল
২) ডেভিড ওয়ার্নার- ৩৫৫৪ বল
৩) সুরেশ রায়না- ৩৬২০ বল
৪) রোহিত শর্মা- ৩৮১৭ বল
৫) বিরাট কোহলি- ৩৮২৭ বল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।