স্পোর্টস ডেস্ক: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের প্রথম দিনের নিলামেই দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। দুই দিন ব্যাপী নিলামের প্রথম দিনেই ২ কোটি রুপির ভিত্তিমূল্যে থাকা মোস্তাফিজকে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। যেখানে গত আসরে রাজস্থান রয়্যালসে খেলা ফিজের গন্তব্য এবার দিল্লি ক্যাপিটালস।
নিলামে মোস্তাফিজকে দিল্লি ছাড়া কেউ নিতে চায়নি। এ নিয়ে আইপিএল ক্যারিয়ারে পাঁচ আসরে চারটি দলে খেলবেন মোস্তাফিজ।
আইপিএলে ২০১৬ সাল থেকে নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান। ২০১৬ তে আইপিএলে অভিষেক হয় সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। প্রথম আসরেই ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে হন আসরের সেরা উদীয়মান খেলোয়াড়।
২০১৭ সালে সালেও হাইয়দরাবাদের হয়ে খেলেছিলেন তবে একটির বেশি ম্যাচ খেলা হয়নি। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৭ ম্যাচে ৭ উইকেট পাওয়ার পরের বছর রিটেইন করেনি দলটি।
চোটের কারণে মাঝে দুইটি আসরে না খেলতে পারলেও ২০২১ সালে আসরে রাজস্থান রয়ালসের হয়ে আইপিএলে ফেরেন এই কাটার মাস্টার। ১৪ ম্যাচে ১৪টি উইকেটও নেন রাজস্থানের হয়ে।
চলছে আইপিএল নিলাম: দিল্লিতে খেলবেন ওয়ার্নার, ব্যাঙ্গালুরে ডু প্লেসিস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।